চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মসজিদের খতিব গ্রেপ্তার চন্দনাইশে এক প্রতিবন্ধী বলৎকারের শিকার

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০১ পূর্বাহ্ণ

চন্দনাইশে পশ্চিম এলাহাবাদ তালুকদার বাড়ি জামে মসজিদের খতিব কর্তৃক প্রতিবন্ধী মিনহাজ উদ্দীন (১৭) বলৎকারের শিকার হওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর বিকালে পশ্চিম এলাহাবাদ তালুকদার বাড়ি এলাকায় এ ঘটনাঘটে। এ ব্যাপারে প্রতিবন্ধী মিনহাজের চাচা বাদি হয়ে চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। পুলিশ মামলার সুত্র ধরে গত ১৫ সেপ্টেম্বর মসজিদের খতিব মনজুরুল আলম (৪৮)’কে আটক করেন। খতিব মনজুরুল আলম কক্সবাজার রাজাখালী মহাব্বত আলী পাড়ার মৃত ছলিউল্লাহ্র ছেলে বলে স্থানীয়ভাবে জানা যায়।

প্রতিবন্ধী মিনহাজের চাচা আবছার জানান, উপজেলার স্থানীয় পশ্চিম এলাহাবাদ তালুকদার বাড়ি জামে মসজিদে নামাজ পড়তে যেত মিনহাজ। সেখানে খতিব মনজুরুল আলমকে বিভিন্ন সময় পানি এনে দেওয়াসহ বিভিন্ন কাজ করাত। ঘটনাদিন গত ১৪ সেপ্টেম্বর বিকাল ৩টায় মসজিদের ২য় তলায় খতিব মনজুরুল আলমের বেড রুমে নিয়ে গিয়ে কিশোর প্রতিবন্ধী মিনহাজকে বলৎকার করে। পরে মিনহাজের মলধারে ব্যাথা অনুভূতি হলে তার মাকে বিষয়টি জানায়। পরে তার চাচা তাকে চমেক হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা চারিদিকে জানাজানি হলে পুলিশ গত ১৫ সেপ্টেম্বর দুপুরে উক্ত মসজিদের খতিবকে আটক করে।

এ ব্যাপারে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেশব চক্রবর্তী জানান, এ বিষয়ে ভিকটিমের চাচা থানায় অভিযোগ দেওয়ার ভিকটিমের মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়। মেডিকেল রিপোর্টে ঘটনা সত্যতা পেয়ে অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে। আসামিকে গ্রেপ্তার করা হয়। আজ ১৭ সেপ্টেম্বর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট