চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের ডিবেটিং স্কিলস কর্মশালা

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি আইন বিভাগের উদ্যোগে ডিবেটিং স্কিলস শীর্ষক কর্মশালা আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সভাপতি সহকারী অধ্যাপক জয়শ্রী দাশ। প্রশিক্ষক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির সভাপতি হিমাদ্রী শেখর নাথ এবং সহকারী সম্পাদক মো. হাসিব খান। প্রধান অতিথি উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, বিতর্ক হচ্ছে যুক্তি নির্ভর সমাজ গঠনের মূল উপজীব্য। বর্তমানে শিক্ষার্থীদেরকে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের জন্য ও বিতর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে সে বিতর্ক নিয়ম মাফিক বা পদ্ধতি অনুযায়ী ঠিক রাখা বাঞ্চনীয়। আর এ জন্য প্রশিক্ষণের কোন বিকল্প নেই। আইন বিভাগের প্রভাষক সিদরাতুল মুনতাহা টিনার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় আইন বিভাগের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট