চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আইআইইউসি’র মাস্টার্স ওরিয়েণ্টশন অনুষ্ঠানে প্রফেসর আলী আজাদী

ইংরেজী ভাষা আয়ত্ত না করলে পরিপূর্ণ জ্ঞানার্জন করা সম্ভব নয়

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেছেন, বিশ্বায়নের এ যুগে ইংরেজী ভাষা আয়ত্ত না করলে পরিপূর্ণ জ্ঞানার্জন করা সম্ভব নয়। ইংরেজী ভাষার জ্ঞান পেশাগত ও ব্যক্তিগত উন্নতি নিশ্চিত করে। উচ্চ শিক্ষার্জনের জন্য ইংরেজী জ্ঞানার্জনের কোন বিকল্প নেই।
গতকাল নগরীর একটি অভিজাত রেঁস্তোরায় আইআইইউসি‘র ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগ (ইএলএল) আয়োজিত বসন্তকালীন সেমিস্টার, ২০১৯-এর মাস্টার্স (প্রিলিমিনারী ও ফাইনাল)-এর নবাগত ছাত্র-ছাত্রীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রো-ভাইস চ্যান্সেলর এ অভিমত ব্যক্ত করেন।

ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগের চেয়ারম্যান ড. শাহ মোহাম্মদ সানাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ এবং কলা ও মানবিক অনুষদের ডীন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ। স্বাগতঃ বক্তব্য রাখেন আইআইইউসি‘র ইএলএল বিভাগের মাস্টার্স প্রোগ্রামের সমন্বয়কারী ও সহকারী অধ্যাপক মো. ইউসুফ উদ্দিন খালেদ চৌধুরী। নবাগত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন, জুনায়েদুল বারী ও রেজাউল করিম। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইএলএল বিভাগের সহযোগী অধ্যাপক মো. আজিজুল হক।
আইআইইউসি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ বলেন, অনেক স্বপ্ন ও শ্রমের ফসল এই বিশ্ববিদ্যালয়। আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছি যে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীরা লেখাপড়া শেষ করে শিক্ষায়, সততায়, নৈতিকতায় সমানভাবে গ্রহণযোগ্য ও প্রশংসিত হবে। নাগরিক হিসাবে মর্যাদাপূর্ণ হবে। তিনি বলেন, দেশে সৎ লোকের অভাব, নীতি-নৈতিকতা বিসর্জন দেয়ার প্রতিযোগিতা চলছে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে কাজ করলে দেশকে অনেকদূর এগিয়ে নেয়া যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়ন সম্ভব হবে।

বিশেষ অতিথি আইআইইউসি‘র কলা ও মানবিক অনুষদের ডীন ড. মোহাম্মদ রিয়াজ মাহমুদ বলেন, ইংরেজী ছাড়া উচ্চশিক্ষা, উচ্চতর ডিগ্রী পাওয়া সম্ভব নয়। তিনি বলেন, আইআইইউসি’র অন্যান্য বিভাগের মত ইংরেজী ভাষা ও সাহিত্য বিভাগও অত্যন্ত সমৃদ্ধ। এখানে শিক্ষার্থী ও শিক্ষকের মধ্যে জ্ঞানের বিনিময়ের অবাধ পরিবেশ রয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট