চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুক্তিযুদ্ধের প্রজন্মের সমাবেশে সালাম

পংকজ নাথের বিরুদ্ধে অপপ্রচার দেশ বিরোধী ষড়যন্ত্রের অংশ

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম.এ সালাম বলেছেন, আজো স্বাধীনতার পরাজিত শত্রুরা দেশের বিরুদ্ধে বহুমুখী ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন অদম্যগতিতে এগিয়ে চলছে, তখনই উন্নয়ন বিরোধী অপশক্তিরা একের পর এক মিথ্যাচার-গুজব রটিয়ে সরকার ও দেশের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে। ৭৫ পরবর্তী দুঃ সময়ে কঠিন আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে রাজপথ থেকে উঠে আসা জাতীয় নেতৃত্ব সাংসদ পংকজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার দেশ বিরোধী অপশক্তির বহুমুখী ষড়যন্ত্রের অংশ। তিনি গতকাল সোমবার নগরীর দোস্তবিল্ডিং চত্বরে মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রাম আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সংগঠনের সভাপতি নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ নেতা বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় সরকারের বিরুদ্ধে গুজব-ষড়যন্ত্র ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এম.পি’র বিরুদ্ধে অপপ্রচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. শাহাব উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী, চ.বি শিক্ষক অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু, আবু বক্কর সিদ্দিকী, জেলা আক্তারুল আলম, মাওলানা নজরুল ইসলাম আশরাফী, মিঠুল দাশগুপ্ত, মো. সেলিম চৌধুরী, শরীফ চৌহান, চসিক কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, পেশাজীবী পরিষদ নেতা এডভোকেট বি.কে বিশ্বাস, গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহাম্মদ, মুক্তিযোদ্ধা গৌরি শংকর চৌধুরী, বাদশা মিয়া, খায়ের আহাম্মদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট