চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালী আ. লীগের বিশেষ বর্ধিত সভায় মোছলেম

ব্যক্তি বিরোধিতার কারণে নৌকার পরাজয় যেন না হয় কধুরখীলে

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা ১৫ সেপ্টেম্বর বিকেলে উপজেলা সদরের গোমদ-ী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর পর কধুরখীলে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নৌকার টিকেটে নির্বাচন করার একাধিক যোগ্য লোক ছিল, কিন্তু মনোনয়ন একজনকে দেয়া হয়েছে। আমাদের সকলকে নৌকার পক্ষে কাজ করতে হবে। এখানে মনোনয়ন নিয়ে মনোক্ষুণœ অনেকেই হতে পারে, তবে ব্যক্তি বিরোধিতার কারণে যেন কধুরখীলে নৌকার পরাজয় না হয়।

উপজেলা আ.লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মো. এমরান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহনেওয়াজ হায়দার শাহিন, চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, কাজল দে, উপজেলা আ.লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, সাইদুর রহমান খোকা, শফিউল আলম, মনছুর আলম পাপ্পী, সম্পাদকমন্ডলীর সদস্য জহুরুল ইসলাম জহুর, মোহাম্মদ জাকারিয়া, শেখ শহিদুল ইসলাম, রিদুয়ানুল হক টিপু, শাহাজাদা এস এম মিজানুর রহমান, সেকান্দর আলম বাবর, কধুরখীলের নৌকার চেয়ারম্যান প্রার্থী শফিউল আজম শেফু, ইউনিয়ন আ.লীগের আহবায়ক দিদারুল আলম দিদার, আনিসুর রহমান বাবর, আবু হেনা মোস্তফা কামাল, আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, ইকবাল হোসেন তালুকদার, আবদুল মোনাফ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট