চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি মোস্তাফিজ

বর্তমানে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি হয়েছে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, বর্তমার সরকারের সময়ে শিক্ষাখাতে ব্যাপক উন্নতি হয়েছে। প্রথম শ্রেণি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়নে আধুনিক পদ্ধতি গ্রহণ করা হয়েছে।

উপজেলার পৌরসদরস্থ গ্রিনপার্ক কমিউনিটি সেন্টারে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গত ১৪ সেপ্টেম্বর তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পরিচালক জহির উদ্দীন মজুমদার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ.লীগের শ্রমবিষয়ক সম্পাদক খোরশেদ আলম, জেলা পরিষদের সদস্য শাহিদা আক্তার জাহান, বাঁশখালী পৌর মেয়র সেলিমুল হক চৌধুরী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, আ.লীগ নেতা এডভোকেট তোফাইল বিন হোসাইন, জিল্লুল করিম শরীফি, মনছুর আলী, হামিদ উল্লাহ, জলদী আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান প্রমুখ। এমপি আরো বলেন, বেগম রোকেয়া সাখাওয়াত নারীশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ছিলেন একজন মহিয়সী নারী। নারীশিক্ষা উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও এ সরকারকে নির্বাচিত করার আহ্বান জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট