চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মাদরাসা শিক্ষা আধ্যাত্মিক ও জাগতিক শিক্ষার মাধ্যম : ব্যারিস্টার আনিস

১৭ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৮ পূর্বাহ্ণ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, মাদরাসা শিক্ষা হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় শিক্ষাদানের অন্যতম মাধ্যম। তিনি ছাত্রদেরকে সত্যিকার শিক্ষা অর্জন করে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। তিনি ১৪ সেপ্টেম্বর ছিপাতলী জামেয়া গাউছিয়া মুঈনীয়া কামিল (এম এ) মাদ্রাসায় শিক্ষা ও প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪ তলাবিশিষ্ট ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। অনুষ্ঠানে অতিথি ছিলেন মাদরাসার অধ্যক্ষ দরবারে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়ার সাজ্জাদানশীন পীরে তরিকত শাহজাদা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন (মা. জি. আ.), মাদরাসা অধ্যক্ষ পীরে তরিকত আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা মুহাম্মদ আবদুল অদুদ আল কাদেরী, শফিউল আলম নেজামী, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বেলাল উদ্দিন জাহাঙ্গীর, হাটহাজারী উপজেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী দয়াল চন্দ্র চাকমা। ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আহসান লাভু, মোহাম্মদ মনির হোসাইন, মোহাম্মদ ইসমাইল হোসেন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট