চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে আবুল খায়েরের বিক্রয়কর্মী অপহৃত

বান্দরবানে অপহৃত ৬ পাড়াবাসীকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা

বান্দরবান সংবাদদাতা

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ৯:৫৮ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলা থেকে অপহৃত ছয় পাড়াবাসীকে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে অপহৃতরা সবাই শামাখাল পাড়ায় ফিরে আসে। সেনাবাহিনীর টানা অভিযানের মুখে সন্ত্রাসীরা অপহৃত ছয় পাড়াবাসীকে ছেড়ে দিয়েছে বলে জানায় সরকারি সূত্রগুলো।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে একদল সন্ত্রাসী রুমা উপজেলার সদর ইউনিয়নের শামাখাল পাড়ায় হানা দিয়ে ছয় গ্রামবাসীকে অপহরণ করে নিয়ে যায়। এর আগে সন্ত্রাসীরা ওই পাড়ার লোকজনদের কাছে খাবার চেয়ে পায়নি। এতে ক্ষুব্ধ হয়ে তারা বাসিং অং মারমা (৩০), হ্লামং মারমা (৪৯), মংগ্যাই মারমা (৫৮), চিংথোয়াই মারমা (৫৪), থোয়াই মারমাসহ (৬২) ছয় পাড়াবাসীকে অপহরণ করে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম জানিয়েছেন, রবিবার ঘটনার পরপরই সেনাবাহিনী ও পুলিশ ওই পাড়ায় গিয়েছে। পরে সেনাবাহিনী অপহৃতদের উদ্ধারে অভিযানে নামে। সন্ত্রাসীরা অপহৃতদের পাড়ার কাছে গভীর জঙ্গলে তাদের ছেড়ে দেয়। বর্তমান অপহৃতরা ছাড়া পেয়ে নিজ পাড়ায় অবস্থান করছে বলেও জানান তিনি।

পূর্বকোণ/মিনার-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট