চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রুমায় ৬ পাহাড়ি অপহৃত উদ্ধারে সেনা ও পুলিশ

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৭ পূর্বাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় ছয় পাহাড়ি গ্রামবাসীকে অপহরণ করেছে একদল অস্ত্রধারী। এ সময় তারা এলাকার লোকজনকে মারধরও করে। গতকাল রবিবার দুপুরে রুমা সদর ইউনিয়নের ৯ নম্ব^র ওয়ার্ড সামালখাল পাড়া থেকে তাদের অপহরণ করা হয় বলে রুমা থানার ওসি আবুল কাসেম জানান। ঘটনার পর থেকে তাদের উদ্ধারে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে বলেও ওসি জানান। অপহৃতরা হলেন মংহ্রিঅং মারমা (৪৫), উগামং মারমা (৫০), মংগেইং মারমা (৩২), সিংথোয়াই মং মারমা (৩২), প্রুসিঅং মারমা (৪৩) ও থোয়াইহ্লাচিং মারমা (৫৬)।

রুমা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শৈবং মারমা এলাকাবাসীর বরাত দিয়ে বলেন, দুপুর ১টার দিকে ১২-১৩ জনের একটি

শসস্ত্র দল পাড়া কারবারীর (গ্রাম প্রধান) খোঁজে আসে। “পরে তারা ওই পাড়ার ছয়জনকে ধরে নিয়ে যায়।”
ভয়ে পাড়ার অন্য সবাই আশপাশের কয়েকটি পাড়ায় আশ্রয় নিয়েছে। ঘটনা শোনার পর তিনি ওই পাড়ার দিকে রওনা দিয়েছেন বলে জানান।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বলেন, মগ লিবারেশন পার্টির (স্থানীয়ভাবে মগ পার্টি নামে পরিচিত) কয়েকজন শনিবার রাতে সামাখাল পাড়ায় এসে মুরগি ও চাল দাবি করেছিল। গ্রামবাসী বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তারা পাড়ার কারবারী বা গ্রামপ্রধানের খোঁজে আসে। কারবারী উহ্লাচিং মারমাকে তাদের হাতে তুলে দিলে ৬ পাড়াবাসীকে ছেড়ে দেবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট