চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

পুঁজিবাজারে তালিকাভুক্ত না হলে বিমা কোম্পানির সনদ বাতিল

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, দেশে মোট ৭৮টি জীবন ও সাধারণ বিমার মধ্যে ৪৭টি কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত। বাকি ৩১টি কোম্পানি এখনও তালিকাভুক্ত হয়নি। আগামী তিন মাসের মধ্যে অর্থাৎ ৩১ ডিসেম্বরের মধ্যে এসব বিমা কোম্পানিকে পুঁজিবাজারের তালিকাভুক্ত হতে হবে। এর ব্যত্যয় হলে এসব কোম্পানির সনদ বাতিল করা হবে। গতকাল রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি (জাতীয় অর্থনৈতিক পরিষদ) সম্মেলন কক্ষে দেশের বিমা কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, এক দেশে দুই রকম নিয়ম হতে পারে না। কেউ পুঁজিবাজারে থাকবে, আবার কেউ এর বাইরে থাকবে, এটা হতে পারে না। এই ৩১ কোম্পানি

পুঁজিবাজারে অন্তর্ভুক্ত না হলে চার ধাপে তাদের লাইসেন্স বাতিল করা হবে।-ফোকাসবাংলা

মতবিনিময় সভায় বিমা দাবি যথাসময়ে নিষ্পত্তি না করা, দেশে সাধারণ বিমা করপোরেশন ছাড়া পুনঃবিমা প্রতিষ্ঠান না থাকা, বিমা কোম্পানিগুলোর করপোরেট গভর্ন্যান্সের অভাব, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারে অপর্যাপ্ততা, পণ্যের স্বল্পতা, জীবন বিমা প্রতিষ্ঠানগুলোর একচ্যুয়ারির অভাব এবং বিমা লিটারেসির ব্যবস্থা না থাকার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। তিনি জানান, সরকারের উদ্দেশ্য পূরণ না হলে লাইসেন্স বাতিল হবে। বিমা কোম্পানিগুলো পুঁজিবাজারে এলে বাজার আরও শক্তিশালী হবে। সরকার একটা উদ্দেশ্যকে সামনে রেখে বিমা কোম্পানিগুলোকে লাইসেন্স দেয়।

এ সময় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব আসাদুল ইসলাম, আইডিআরএ (বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ) চেয়্যারম্যান শফিকুর রহমান পাটোয়ারী এবং বাংলাদেশ বিমা সমিতির সভাপতি শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট