চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলা আ. লীগের প্রস্তুতিসভায় সিদ্ধান্ত

কর্ণফুলীতে জাঁকজমক করে ‘মুজিব বর্ষ’ পালন করা হবে

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঘোষিত ‘মুজিব বর্ষ’ জাঁকজমক করে উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত মুজিব বর্ষের কর্মসূচি ছড়িতে দিতে ৭১ সদস্য বিশিষ্ট উদযাপন কমিটি গঠন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটিতে সকল বয়স ও শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে। গতকাল বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ’মুজিব বর্ষ’ উদযাপনে প্রস্তুতিসভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হায়দার আলী রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

জানতে চাইলে কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক চৌধুরী দৈনিক পূর্বকোণকে বলেন, ১৭ মার্চ ২০২০ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মের শতবর্ষ পূর্ণ হবে। আর ঠিক পরের বছর ২৬ মার্চ ২০২১ বাংলাদেশ উদযাপন করবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। সরকার ঘোষিত মুজিব বর্ষ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে সকল বয়স ও শ্রেণি- পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট