চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানবাসীর উন্নয়নই আমার স্বপ্ন : ফজলে করিম এমপি

নিজস্ব সংবাদদাতা , রাউজান

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

রেলপথ মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, রাউজানবাসীর উন্নয়নই আমার স্বপ্ন। রাউজানে ৩৫ ও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকার পরও চট্টগ্রাম রাঙামাটি সড়কের দুর্ঘটনায় আহতের দ্রুত চিকিৎসার্থে আরো একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এটি নির্মাণ হলে চিকিৎসা ক্ষেত্রে মানুষ আরো সুফল পাবে। তিনি গত শনিবার দুপুরে চট্টগ্রাম রাঙামাটি সড়ক পার্শ্বস্থ রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হেদায়েত আলী মুন্সির বাড়ি সড়কের উন্নয়ন ও বায়তুল মোয়াজ্জেম জামে মসজিদের গার্ড ওয়ালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ নুর মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আনোয়ারুল ইসলাম, রাউজান পৌরসভার প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, মহিলা কাউন্সিলর জেবুন্নেছা, আওয়ামীলীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, আহসান হাবিব চৌধুরী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মৃদুল দাশগুপ্ত, সাধারণ সম্পাদক মো. আইয়ুব। বক্তব্য দেন জহুর সওদাগর, বাচা মিয়া সওদাগর, মো. মহিউদ্দিন, এখলাছ সওদাগর, এডভোকেট মিয়া (আবদুর রহিম), আমিনুর রহমান, মো. জাবেদ, আবু বক্কর, মোক্তার হোসেন, নিশান উদ্দিন রনি, মো. সেলিম, জিয়াউল হক। মোনাজাত করেন মাওলানা আবদুল কাদের।

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট