চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজে আইসিটি ও গণিত অলিম্পিয়াড

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৬ পূর্বাহ্ণ

গত ১৪ সেপ্টেম্বর ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ প্রাঙ্গণে ইস্পাহানী গ্রুপের পরিচালনাধীন নগরীর ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অনুষ্ঠিত হয়েছে আন্তঃ ইস্পাহানী স্কুল গণিত ও আইসিটি অলিম্পিয়াড ২০১৯। অলিম্পিয়াডে নগরীর ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, মির্জা আহমেদ ইস্পাহানী উচ্চ বিদ্যালয়, ইস্পাহানী আদর্শ উচ্চ বিদ্যালয়, মির্জা আহমেদ ইস্পাহানী স্মৃতি বিদ্যালয়, সিজেএম উচ্চ বিদ্যালয়, ওয়াইছিয়া দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণি হতে ১০ম শ্রেণির ছাত্র-ছাত্রীরা দুটি বিভাগে অংশ গ্রহণ করেছে। ৬ষ্ঠ হতে ৮ম শ্রেণি পযর্šÍ ‘ক’ বিভাগ এবং ৯ম হতে ১০ম শ্রেণি পর্যন্ত খ’ বিভাগ। প্রতিটা দলের সদস্য ছিল ৩ জন করে। গণিত অলিম্পিয়াডের ‘ক’ ও ‘খ’ উভয় বিভাগ এবং আইসিটি অলিম্পিয়াডের ‘ক’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজ। আর আইসিটি ‘খ’ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে মির্জা আহমেদ ইস্পাহানী স্কুল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. মইনুল ইসলাম চৌধুরী বলেন, একটা বিজ্ঞান-মনস্ক ও সমৃদ্ধ জাতি গঠনে আইসিটি ও গণিত বিষয়ে জোর দিতে হবে। আর এ ধরনের অলিম্পিয়াডের আয়োজন তাদেরকে আরও উৎসাহিত করবে। পরে অলিম্পিয়াডের উদ্বোধন ঘোষণা করেন এম.এম ইস্পাহানী লিমিটেডের চেয়ারম্যান মির্জা সালমান ইস্পাহানী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট