চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে সিএসই বিভাগের কর্মশালা

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৭ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে গ্রাফ আলগরিদম ইন ইঞ্জিনিয়ারিং বায়োলজি এন্ড সোস্যাল সায়েন্স বিষয়ক কর্মশালা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহযোগী অধ্যাপক নুরুল আবছারের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. শাহাদাত হোসেন, কিনোট স্পীকার ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. সাইদুর রহমান। আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম. আখতারুজ্জামান কায়সার। কর্মশালায় কী নোট স্পীকার প্রফেসর ড. মো. সাইদুর রহমান বলেন, গ্রাফ আলগরিদম ইঞ্জিনিয়ারিং, জীববিজ্ঞান ও সমাজ বিজ্ঞানে বহুলভাবে ব্যবহৃত হচ্ছে। তিনি নবীন শিক্ষার্থীদের সহজভাবে ভিএলএসআই সার্কিট লেআউট ডিজাইনে ইনার রেকটেংগুলার ফ্লোর প্লান এর ব্যবহার বর্ণনা করেন। দিনব্যাপী অনুষ্ঠিত কর্মশালায় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট