চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলে দু’ দিনব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

বিশ^ প্রাথমিক চিকিৎসা দিবস উপলক্ষে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের মিডল ক্যাম্পাসে রেড ক্রিসেন্টের সহযোগিতায় গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দু’দিনব্যাপী মৌলিক প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সম্পন্ন হয়। প্রশিক্ষণে ৩৪ শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রশিক্ষক হিসেবে ছিলেন যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান মো. মঈনুল ইসলাম, উপ-প্রধান (প্রশিক্ষণ বিভাগ) মিজানুর রশিদ রাকিব, উপ-প্রধান (সাংগঠনিক বিভাগ) আবু নাইম তামজিদ, উপ-প্রধান (সাংগঠনিক বিভাগ) হাসনা কামাল কলি ও সদস্য (প্রশিক্ষণ বিভাগ) জান্নাতুন নাঈম বৃষ্টি। এতে ছাত্র-ছাত্রীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন উপকরণ ও কলাকৌশল সম্পর্কে জানতে পারেন। যা শিক্ষার্থীদের সামাজিক এবং পারিবারিকভাবে আরও অনেক বেশি দায়িত্বশীল করে তুলবে। দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মকা- উদ্বোধন করেন স্কুলের উপাধ্যক্ষ ই.ইউ.এম ইনতেখাব। উপস্থিত ছিলেন স্কুল হেড (সিনিয়র ও মিডল স্কুল) মোহাম্মদ জসীম উদ্দিন, রেড ক্রিসেন্ট ইয়ুথ প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের টিচার ইনচার্জ মো. গিয়াস উদ্দিন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট