চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে মা সমাবেশে ডিসি

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে

নিজস্ব সংবাদদাতা, বাঁশখালী

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। উপযুক্ত শিক্ষা নিয়ে শিক্ষিত হলেই উন্নত জাতি হিসাবে দেশ পরিচিতি লাভ করবে।

বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ১৪ সেপ্টেম্বর মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ, জেলা প্রশাসক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। বাঁশখালী সহকারী কমিশনার (ভূমি) আল-বশিরুল ইসলাম, বাঁশখালীর পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, বাঁশখালী থানার (ওসি) তদন্ত কামাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার রোজি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন শিক্ষিকা বাবলী দাশ। অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ করেন। এছাড়াও পৌরসভার পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসের উদ্বোধন ও উত্তর নাপোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ফলক উন্মোচন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট