চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠানে ডা. সুব্রত চৌধুরী

গীতার অমিয় বাণী মানুষকে অসত্য থেকে সত্যের পথে ফিরিয়ে আনে

১৬ সেপ্টেম্বর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

কার্তিকপুর গীতা ও নৈতিক শিক্ষা নিকেতনের ২য় বর্ষপূর্তি অনুষ্ঠান গত ১৩ সেপ্টেম্বর ভূজপুর দাঁতমারাস্থ শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার কৃষ্ণ কান্তি দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফটিকছড়ি বাগীশিক সংসদের সভাপতি ডা. সুব্রত কুমার চৌধুরী। উদ্বোধক ছিলেন এডভোকেট তরুণ কিশোর দেব। প্রধান বক্তা ছিলেন ধর্ম চিন্তাবিদ প্রিয়াশীষ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক কাজল শীল, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি প-িত লিংকন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রনজিত শীল, ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা বাবুল দেব, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মিহির কান্তি দে, বাবলা দে, সুমন বণিক, প্রভাত বণিক, উজ্জ্বল শীল, প্রভাষক রূপন দাশ, প্রভাষক রাতুল শীল, বিষু ভৌমিক, বাগীশিক ফটিকছড়ি সংসদের সাধারণ সম্পাদক রূপক দে, কেশন দেব, মুকুল চন্দ্র দেব, অমর কান্তি দে, সন্তোষ শীল, বাবুল দেব, যীশু দত্ত, ডা. বিকে নাথ, ডা. রূপন মহাজন, ডা. উৎপল দেব, তুষার দাশ, মাস্টার রনজিত চক্রবর্তী, সাধন নাথ, তড়িৎ সেন, রুবেল ধর, সজল মহাজন, রাজীব মহাজন, বিষু দে, সঞ্জয় মহাজন, জুয়েল দেব, প-িত তরুণ কুমার আচার্য, কৃষ্ণ, সাংবাাদিক সমীর কান্তিদাশ, বিকাশ শীল, রজত পাল, যীশু চন্দ্র দে, ডা. রাজীব দত্ত, সহ-সভাপতি বিজয় দে, পরিমল দে, সজল দে, বরুণ মহাজন। সংবর্ধিত অতিথি ছিলেন লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। সভায় বক্তারা বলেন, ভগবত গীতার অমিয় বাণী মানুষকে অসত্য পথ থেকে সত্যের পথে ফিরিয়ে আনে। যুগে যুগে কালের পরিক্রমায় মানবমুক্তির পথ প্রদর্শক হিসেবে এই গীতা অমূল্য পাথেয় হয়ে কাজে এসেছে। তাই, সকলের উচিত গীতার অমিয় বাণী মেনে জীবনযাপন করা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন লিটন মহাজন। অনুষ্ঠানে প্রায় ৬০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট