চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

‘আমার গাড়ি নিরাপদ’ এপসে মিললো শিক্ষার্থীর ফেলে যাওয়া ব্যাগ

নিজস্ব প্রতিবেদক

১৩ মে, ২০২৪ | ৩:০৫ অপরাহ্ণ

সেবা দেওয়ার মানসিকতা থাকলে সফলতা আসবেই। সেবা প্রত্যাশীদের মুখে হাসি ফুটানোই বাংলাদেশ পুলিশের অন্যতম লক্ষ্য। বলছিলাম- বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ানের ট্রলি (ব্যাগ) ফিরে পাওয়ার গল্প।

 

শনিবার (১১ মে) বিকাল সাড়ে ৫টায় শিক্ষার্থী মোহাম্মদ ফাতির ইশরাক আরিয়ান নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শেষে বাসযোগে পাহাড়তলীর অলংকার মোড়ে এসে পৌঁছান। অলংকার মোড় থেকে সিএনজিযোগে খুলশীর লেক ভিউ আবাসিক এলাকায় আত্মীয়ের বাসায় বিশ্রাম নেন। বিশ্রাম নেওয়ার পর খুলশী কনভেনশন সেন্টারের সামনে থেকে অপর এক সিএনজিচালিত অটোরিকশা করে ঝাউতলায় আত্মীয়ের বাসায় যান। সেখান থেকে পুনরায় ওই সিএনজি নিয়ে রাত ৮ টায় আকবরশাহ্ থানাধীন তোতন হাউজিংয়ে এসে নেমে যান। সিএনজি থেকে নামার কিছুক্ষণের মধ্যে তিনি বুঝতে পারেন নগদ ১২ হাজার টাকা, এসএসসি ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিসপত্র সমেত ট্রলিব্যাগটি সিএনজির পেছনেই ফেলে এসেছেন। পরে এ বিষয়ে আকবর শাহ্ থানায় সাধারণ ডায়েরিও করেন।

 

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, ট্রলিব্যাগ হারানোর অভিযোগ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ‘আমার গাড়ি নিরাপদ’ ডাটাবেজের মাধ্যমে অটোরিকশার চালক ও মালিককে খুঁজে বের করে শিক্ষার্থীর হারানো ব্যাগটি উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট