চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

‘এই বিদ্যালয়কে পূর্ণাঙ্গরূপ দিয়ে ভূমিকা রাখা হবে আলোকিত সমাজ গঠনে’

আখতারুজ্জামান চৌধুরী বাবু হাইস্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা , আনোয়ারা

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলায় পশ্চিম বরুমচড়া আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

গতকাল (শনিবার) বিকেলে পশ্চিম বরুমচড়া এলাকায় বিদ্যালয়টির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। এ উপলক্ষে স্কুল বাস্তবায়ন পরিষদের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি। বরুমচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জসিম উদ্দিন আমজাদী ও রুহুল আমিনের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, আখতারুজ্জামান সেন্টারের সভাপতি আজিজুল হক নসু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেন, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের, আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছির উদ্দিন, জমিদাতা পারভেজ সিকদার, আকতার হোসেন, শিক্ষক মো. আলী, মো. ইছহাক ও আজাদ সিকদার প্রমুখ।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এম. এ মালেকসহ আ. লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জমিদাতা, বিদ্যালয়ের উদ্যোক্তাসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আলোচনা সভা শেষে আলহাজ আখতারুজ্জামান চৌধুরী বাবু উচ্চ বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরের ফলক উম্মোচন করেন।

প্রধান অতিথি বলেন, আমার প্রয়াত বাবা আখতারুজ্জামান চৌধুরী বাবুর নামে যে বিদ্যালয় স্থাপন হচ্ছে, তাতে দলমতের ঊর্ধ্বে উঠে আপনারা যে নজির স্থাপন করেছেন তাতে আমাদের পরিবার ঋণী হয়ে থাকবে। আমাদের পরিবার কখনো এ বিদ্যালয়কে ভুলবে না। নব প্রস্তাবিত উচ্চ বিদ্যালয়কে পূর্ণাঙ্গরূপ দিয়ে এলাকায় আলোকিত সমাজ গঠনে ভূমিকা রাখা হবে। আমার বাবা শিক্ষা বিস্তারে ও এলাকার উন্নয়নে যে সেবা দিয়েছেন তারই স্বীকৃতি দিয়েছেন আপনারা। তিনি সুশিক্ষিত জাতি গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

পরে তিনি বটতলী এসএম আউলিয়া ডিগ্রি কলেজ মাঠে উপজেলা প্রশাসন আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট