চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লুৎফুল হক ফরহাদাবাদী আজীবন মাইজভা-ারী তরিকা অনুসরণ করে গেছেন : ডা. দিদারুল হক মাইজভা-ারী

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

শাহ সুফী মৌলভী সৈয়দ লুৎফুল হক ফরহাদাবাদী (র.) এর ১ম ওফাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা নগরীর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন শাহ সুফী ডা. আলহাজ সৈয়দ দিদারুল হক মাইজভা-ারী। তিনি বলেন, শাহ সুফী সৈয়দ লুৎফুল হক ফরহাদাবাদী (র.) আজীবন মাইজভা-ারী তরিকার মূলনীতি, আদর্শ এবং অছিয়ে গাউসুল আযম শাহ সুফী সৈয়দ দেলাওর হোসাইন মাইজভা-ারী (র.) এর প্রদর্শিত মত ও পথে নিজের সমস্ত জীবন ও লেখনী পরিচালিত করেছেন। বিশেষ অতিথি ছিলেন শাহ সুফী সৈয়দ সহিদুল হক মাইজভা-ারী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মাইজভা-ারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। বিশিষ্ট গবেষক ড. মুহাম্মদ আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বক্তারা সৈয়দ লুৎফুল হক ফরহাদাবাদীর জীবন কর্ম ও অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তব্য রাখেন সৈয়দ আজিজুল হক ফরহাদাবাদী, সৈয়দ আবু তালেব ফরহাদাবাদী, সৈয়দ মোহাম্মদ হাসান ফরহাদাবাদী, সৈয়দ ফরিদুল আবছার আমেরী, সৈয়দ মোহাম্মদ হোসাইন, শাহজাদা সৈয়দ ডা. নিহাদুল ইসলাম, সৈয়দ শামসুল হুদা মাইজভা-ারী, সৈয়দ নঈমুল কুদ্দুস আকবরী, সৈয়দ মোহাম্মদ বাকের, আলী মরতুজা সিরাজী প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন রায়হান ও মোহাম্মদ সাবাল।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট