চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়ায় চেয়ারকোচ উল্টে ব্যবসায়ী নিহত, আহত ১৭

মানসিক প্রতিবন্ধীকে বাঁচাতে গিয়ে খাদে

নিজস্ব সংবাদদাতা হ পটিয়া

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৩ পূর্বাহ্ণ

পটিয়ায় বাইপাসে পুনরায় সড়ক দুর্ঘটনায় মওলানা শামসুল আলম নামের (৫৫) এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি সাতকানিয়া উপজেলার মৃত দুদু মিয়ার পুত্র। শনিবার দুপুর ১২টায় পটিয়া বাইপাস সড়কের পৌরসভার ৪নং ওয়ার্ডের বাকখালী পয়েন্ট এলাকায় মানসিক প্রতিবন্ধী মো. হোসেন নামের একব্যক্তিকে গাড়ি চালক বাঁচাতে গিয়ে মূলত গাড়ি উল্টে এই ঘটনা ঘটেছে। আহত হয়েছেন মো. জাহাঙ্গীর আলম (৩০), মো. জয়নাল (৩০), মো. সাকিব (২১), জান্নাতারা (২৭), মো. শহীদ (৩৫), মো. সৈয়দ হোসেন (৩৮), মো. ইমাম হোসেন (১৭), মো. খোরশেদ (৪২), সুমি (৪০), আরিফ হোসেন (১৮), রাকিব (১০), রনি (৩৬), আবদুল মালেক (৫৫), আমেনা খাতুন (৫৫), মো. সেলিম (৩৪), আবু তালেব (৪৫) ছাড়াও একজন অজ্ঞাত ব্যক্তি রয়েছে। চট্টগ্রামমুখী সৌদিয়া পরিবহণের যাত্রীবাহী চেয়ারকোচ (চট্টমেট্রো ব-১১-০২৩৪) পটিয়া বাইপাসের বাকখালী পয়েন্ট এলাকায় পৌঁছলে মানসিক প্রতিবন্ধী মো. হোসেন নামের একব্যক্তি রাস্তা পারাপারের চেষ্টা করে। তিনি একবার সামনে এবং একবার পেছনের যাওয়ার চেষ্টা করে। এসময় দ্রুতগতির সৌদিয়া পরিবহনের গাড়িটি উল্টে রাস্তা থেকে খাদে পড়ে যায়। পটিয়া ট্রাফিকের টিআই মো. বশির, পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনা কবলিত চেয়ারকোচ উদ্ধারের চেষ্টা করে। পটিয়া-ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিমল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, দুঘর্টনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ, থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম উদ্ধার

কাজে সহযোগিতা করেছে। ব্যবসায়ী শামসুল আলমকে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আগ্রাবাদ এলাকার লাকী প্লাজা এলাকার ব্যবসায়ী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট