চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

৬০ বছর পদার্পণ উৎসবে বক্তারা

চট্টগ্রামের মাটি ও মানুষের অনন্য মুখপাত্র দৈনিক আজাদী

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

স্বাধীন বাংলাদেশের প্রথম সংবাদপত্র দৈনিক আজাদীর ৬০ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে আলোচকবৃন্দ বলেছেন, ‘বাঙালির ইতিহাস লিখতে গেলে যেভাবে ’৫২র ভাষা আন্দোলন এবং ’৭১ এর মুক্তিযুদ্ধ কালের পৃষ্ঠা থেকে উঠে আসে, ঠিক সেভাবেই স্বাধীন বাংলাদেশের ইতিহাস রচনায় অতি প্রাসঙ্গিক একটি নাম চট্টগ্রামের দৈনিক আজাদী। তাঁরা বলেন, আজাদী চট্টগ্রামের মাটি ও মানুষের এক ও অনন্য মুখপাত্র হিসেবে আজ প্রতিষ্ঠিত। আপোষহীনতা ও সত্যান্বেষী মনোভাব আজাদীর মূলমন্ত্র। গতকাল রেডিসন ব্লু’র মেজবান হলে আজাদীর প্রতি শুভকামনা ঝরে পড়লো আগত অতিথিবৃন্দের কন্ঠে। তাঁদের প্রত্যাশা পাঠকের ভালোবাসায় সিক্ত আজাদীর এ পথ চলা কভু থামবে না। সংবাদপত্র ও সাংবাদিকতা জগতের পথ প্রদর্শক আজাদী ছুটে চলুক তার স্বপ্নময় পথে অসীমের পথে। আজাদী সকল বিভক্তির মাঝে সমন্বয়কারীর দায়িত্ব পালন করবে। আজ চট্টগ্রাম ও দৈনিক পত্রিকা – এ দু’টি শব্দের সমন্বিত শব্দ – ‘আজাদী’। অনুষ্ঠানে ঘোষণা দেওয়া হয় যে ৬০ বছরের বর্ণাঢ্য পথচলার এ ধারাবাহিকতায় শীঘ্রই দৈনিক আজাদী শুরু করছে আজাদী স্ট্রিম। দৈনিক আজাদীর পরিচালনা সম্পাদক ওয়াহিদ মালেক ও জনপ্রিয় উপস্থাপিকা পারিহা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন
। ৯ম পৃষ্ঠার ৫ম ক.

সিলেটের দৈনিক জালালাবাদের সম্পাদক মোক্তাফিজ মন্নু, খুলনার দৈনিক পূর্বাচল সম্পাদক মোহাম্মদ আলী , রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনার দেশ সম্পাদক আকবারুল হাসান মিলাদ, ঢাকা বিশ^বিদ্যালয় অধ্যাপক ড. শামীম রেজা, আজকের পরিবর্তন, বরিশালের সম্পাদক কাজী মিরাজউদ্দিন মামুন, দৈনিক ৫২’র আলো, রংপুরের সম্পাদক প্রফেসর ড. মুহম্মদ আক্কাস আলী সরকার, কুমিল্লার কাগজ, কুমিল্লার সম্পাদক আবুল কাসেম হৃদয়। অনুভূতি ব্যক্ত করেন দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। আজাদী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ এর গভর্নর লায়ন কামরুন মালেক।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত থাকেন সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন, ভুমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এমপি, সিটি মেয়র আ জ ম নাছিরউদ্দিন, সংসদ সদস্য ডা. আফসারুল আমীন, ফজলে করিম চৌধুরী এমপি, শামসুল হক চৌধুরী এমপি ,এম এ লতিফ এমপি, নজরুল ইসলাম এমপি, মহিলা সাংসদ সাবিহা মুসা, ওয়াসিকা আয়শা খান, খদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রামস্থ ভারতীয় সহকারি হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী, বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান, জেলা প্রশাসক ইলিয়াস হোসেন সিএমপি কমিশনার মো. মাহবুবের রহমান, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, দৈনিক যায়যায়দিনের সম্পাদক কাজী রোকনউদ্দিন, দি পূর্বেেকাণ লিমিটেডের চেয়ারম্যান জসিমউদ্দিন চৌধুরী, দৈনিক পূর্বকোণ সম্পাদক ডা. ম. রমিজ উদ্দিন চৌধুরী, সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ, ওয়াসার এমডি এ কে এম ফজলুøাহ, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠ, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বিজিএমইএ’র প্রথম সহ সভাপতি আব্দুস সালাম, সাবেক জেলা গভর্নর লায়ন এ কাইয়ূম চৌধুরী, লায়ন রূপম কিশোর বড়–য়া, লায়ন ডা. শ্রীপ্রকাশ বিশ^াস, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন মঞ্জুরুল আলম, সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর প্রমুখ।
ইঞ্জিনিয়ার আবদুল খালেক স্ব-উদ্যোগে চট্টগ্রামের মাটি ও মানুষের কথা বলতে ১৯৬০ সালের ৫ সেপ্টেম্বর প্রকাশ করেন দৈনিক আজাদী। একদিকে পাকিস্তানি ঔপনিবেশিক শোষণ, স্বৈরাচারী নিপীড়ণ, আক্রমণ, অপরদিকে এই শোষণ-শাসন, অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধের সংঘাতময় বাস্তবতার মধ্যে আজাদীর জন্ম। সেই উদ্যোগ সার্থক হলো ১৯৭১ সালের ১৭ ডিসেম্বর। দৈনিক আজাদীর পৃষ্ঠা জুড়ে বাংলাদেশের বিজয় তথা স্বাধীনতা লাভের প্রথম সংবাদ প্রকাশের মধ্য দিয়ে। স্বাধীনতার ঊষালগ্নে প্রকাশিত দৈনিক আজাদীর লাল হরফে ব্যানার শিরোনাম ছিল ‘জয় বাংলা, বাংলার জয়’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট