চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চিটাগাং সেন্ট্রাল লায়ন্স ক্লাবের ফ্রি ফ্রাইডে ক্লিনিক উদ্বোধন

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব অব চিটাগাং সেন্ট্রাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশ ও লিও ক্লাবের স্থায়ী প্রকল্প লায়ন্স ফ্রি ফ্রাইডে ক্লিনিক গাউছিয়া জামে মসজিদ মহল্লা কমিটির সহযোগিতায় শেরশাহ বাংলাবাজার, ডেবারপারস্থ মাস্টার কলোনিতে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি লায়ন্স জেলা গভর্নর লায়ন কামরুন মালেক এমজেএফ এর উদ্বোধন করেন। প্রথম দিনে ২শ দরিদ্র রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান করেন ডা. আবিদ, লায়ন ডা. দুলাল দাশ ও লায়ন ডা. হাবিবুর রহমান। একই সাথে ডাক্তারের পরামর্শ অনুসারে বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। লায়ন্স ফ্রি ফ্রাইডে ক্লিনিক হতে প্রতি শুক্রবারে চক্ষু চিকিৎসা, স্বাস্থ্য সেবা, ডায়াবেটিক টেস্ট, ব্লাড গ্রুপিং ইত্যাদি সেবা প্রদান করা হবে। সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন লায়ন ডা. সুকান্ত ভট্টাচাযর্, প্রাক্তন জেলা গভর্র্নর লায়ন মো. মোহাম্মদ মোস্তাক হোসাইন, কেবিনেট ট্রেজারার লায়ন এস এম আশরাফুল আলম আরজু, গভর্র্নর এডভাইজর লায়ন ক্যাপ্টেন এম এস আই ভুঁইয়া, রিজিয়ন চেয়ারপার্সন হেড কোয়াটার লায়ন শেখ সামসুদ্দিন সিদ্দিকি, রিজিয়ন চেয়ার্পাসন অশেষ কুমার উকিল, লায়ন কহিনুর কামাল, লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, জোন চেয়ারপার্সন লায়ন হাসান মাহমুদ চৌধুরী, লায়ন নাজমুল কবির খোকন, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন ডা. মেজবাহ উদ্দিন তুহিন, সেন্ট্রাল ক্লাবের সহ-সভাপতি লায়ন খেরশেদ আনোয়ার চৌধুরী ও লায়ন ফাতেমা ইসমত আরা চৌধুরী, ক্লাব সেক্রেটারী লায়ন মানজারী খোর্শেদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট