চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ইউএসটিসিতে শুরু বিতর্ক প্রতিযোগিতা

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) এর বিতর্ক সংগঠন, এফসেট ডিবেট ক্লাবের আয়োজনে তিনদিনব্যাপী আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতার শুরু হয়েছে। শুক্রবার বিশ্ববিদ্যালয় প্রকৌশল অনুষদের হলরুমে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রকৌশল অনুষদের ভারপ্রাপ্ত ডিন ও কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোহাম্মদ হাবিবুল্ল­াহ। প্রতিযোগিতার উদ্বোধন করেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দি হাইড আউট লাউঞ্জের সত্ত্বাধিকারী রুম্মান আহমেদ ও এফসেট ডিবেট ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী আরফাত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিবেট ক্লাবের সভাপতি কাজী তওকীর জাহিন। প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাবিবুল্ল­াহ বলেন, বিতর্ক মানুষের সৃজনশীল চিন্তার পরিধি বৃদ্ধি করে। পড়াশোনার পাশাপাশি বিতর্কের মতো নান্দনিক চর্চায় যুক্ত থাকলে, শিক্ষার্থীদের মননশীলতা বৃদ্ধি পায়। প্রতিযোগিতার উদ্বোধনী বক্তব্যে মাসুদ বকুল বলেন, বিতর্ক চর্চা আমাদেরকে শিক্ষা দেয় মানবিক হতে, শুধুমাত্র নিজের কথা না ভেবে সমাজের সব মানুষের জন্য ভাবতে। যদি একজন বিতার্কিক কেবল আত্মকেন্দ্রিক হয়, তবে বুঝতে হবে সে বিতর্ক থেকে কোন ভালো কিছু শিক্ষা গ্রহণ করেনি। আগামী বাংলাদেশ কেমন হবে, সেটা নিয়ে বিতার্কিকদের এখনই ভাবতে হবে। তিনদিনব্যাপী এই প্রতিযোগিতায় ইউএসটিসির ৮ টি ডিপার্টমেন্টের ১৬ টি দলের অংশগ্রহন করছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট