চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শিল্প উৎপাদনশীলতা ও দক্ষতা বৃদ্ধিতে এওটিএস এলামনাই সোসাইটির সেমিনার

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটির উদ্যোগে শিল্প উৎপাদন ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দুদিনব্যাপী কর্মশালা গতকাল ১৪ সেপ্টেম্বর নগরীর জিইসি মোড়স্থ ওয়েলপার্ক হোটেলের সোনার বাংলা কনফারেন্স হলে শুরু হয়েছে। বিদেশী প্রযুক্তিগত সহযোগিতা ও টেকসই অংশীদারি সংস্থা (এওটিএস) প্রশিক্ষণ, বিশেষজ্ঞ প্রেরণ এবং অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে প্রযুক্তিগত সহযোগিতা প্রচারের জন্য উন্নয়নশীল দেশগুলিতে মানবসম্পদ উন্নয়নের জন্য একটি জাপানি সংস্থা। তারই ধারাবাহিকতায় সংগঠনটি চট্টগ্রামে এই সেমিনারের আয়োজন করেছে। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম এওটিএস এলামনাই সোসাইটির সভাপতি সাইফুদ্দিন আহমেদ। প্রধান অতিথি ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী এফসিএ। উদ্বোধক ছিলেন জাপানি নাগরিক এওটিএস নিউদিল্লি অফিসের জেনারেল ম্যানেজার হিসাসী কান্দা। সেমিনারে মূল পেপার উত্থাপন করেন ইন্ডিয়ার চেন্নাইয়ের বালা কৃষ্ণনান পালা নিয়াপ্রাণ। সেমিনারটি সঞ্চালন করেন সেমিনার ওয়ার্কশপ কমিটির কো-অর্ডিনেটর এ ইউ এম জোবায়ের ও এসোসিয়েট কো-অর্ডিনেটর সাজ্জাদ মাহমুদ চৌধুরী। সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি ডা. সালেহ জহর, ইঞ্জিনিয়ার কামালুর রহমান, উপদেষ্টা মো. ফিরোজ শাহ, মোহাম্মদ জাহাঙ্গীর ও সংগঠনের সিনিয়র এক্সিকিউটিভ জামিল উদ্দিন চৌধুরী। দুদিনব্যাপী এই সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন ইন্ডাস্ট্রির ৫৬ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট