চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দেওয়ানবাগ শরীফ চট্টগ্রাম’র আশেকে রাসূল (স.) সম্মেলন

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

বাবে মাগফিরাত দেওয়ানবাগ শরীফ চট্টগ্রাম’র উদ্যোগে মাহে মহররম পবিত্র আশুরা এবং দেওয়ানবাগ শরীফের মহা পরিচালক ও বাবে মাগফিরাতের পরিচালক ইমাম ড. সৈয়দ এফ.এম নুর-এ-খোদা আল আহজারীর ৩৭ তম জন্মদিন উদযাপন উপলক্ষে আশেকে রাসূল (স.) সম্মেলন গত ১৩ সেপ্টেম্বর ভাটিয়ারি স্টেশন রোডস্থ বাবে মাগফিরাত জামে মসজিদে অনুষ্ঠিত হয়। সম্মেলনে পবিত্র আশুরার গুরুত্ব, তাৎপর্য ও হযরত রাসূল (স:) এর আহলে বাইতের আত্মত্যাগের গৌরব উজ্জ্বল ইতিহাস এবং সূফী স¤্রাট দেওয়ানবাগী (মা.আ) হুজুর কেবলার শিক্ষা ও ধর্মীয় সংস্কার তুলে ধরে সম্মেলনে প্রধান অতিথি ঢাকা জাতীয় আইন কলেজের ভাইস প্রিন্সিপ্যাল প্রফেসর ড. আবদুল মান্নান মিয়া বলেন, পবিত্র আশুরা একদিকে যেমন হযরত রাসূল (স.) এর পবিত্র আহলে বাইয়াতের আত্মত্যাগের স্মৃতি বিজড়িত অন্যদিকে মহান আল্লাহ পাকের আরশে সমাসীন তথা অভিষেকের দিন। এই মহান দিবসে রোনাজারির মাধ্যমে আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে ক্ষমা ও রহমত লাভ করতে পারি। বাবে মাগফিরাতের জোন সমন্বয়ক সাংবাদিক জালাল উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জোন সমন্ময়ক মো. কামরুল ইসলাম। সম্মেলনে উপস্থিত ছিলেন জোন সমন্ময়ক এ.আর.এম ইউসুফ, এ.আর মোহাম্মদ কামাল উদ্দীন পারভেজ, এ.আর মো. নুরুল ইসলাম, মো. শামসুল আলম, সাংবাদিক এম. মিজানুর রহমান চৌধুরী, বাবে মাগফিরাতের খতিব হযরতুল আল্লাম হাফেজ আমিনুর রহমান, মো. শামসুদ্দিন ভূইয়া, মো. ইমতিয়াজ উদ্দিন প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট