চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সব কলেজ বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিষয় চালু করার দাবি

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সব কলেজ এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে লোক প্রশাসন বিষয় চালু করার দাবি জানিয়েছেন চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ নিউজ এজেন্সি (বিএনএ) সম্পাদক মো. মিজানুর রহামান মজুমদার। গত ১৩ সেপ্টেম্বের চিটাগাং ক্লাবের ব্যংকুয়েট হলে চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের তৃতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ দাবি জানান। মিজানুর রহমান মজুমদার বলেন, কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি নিয়ে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী বের হচ্ছেন। কিন্তু বিসিএস শিক্ষা ক্যাডারে অন্তর্ভুক্তি না থাকায় এ বিভাগের শিক্ষার্থীরা অন্যদের চেয়ে পিছিয়ে আছে।সরকার ও রাষ্ট্র ব্যবস্থাপনায় লোক প্রশাসনের অতি জরুরি হলেও শিক্ষা ক্যাডারে বিষয়টি নেই। কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে অন্তর্ভুক্ত কলেজ সমূহে বিষয়টি অধ্যয়ন করা হয় না। কলেজ পর্যায়ে লোক প্রশাসন কোর্স চালু থাকলে দেশ ও জাতি তৃর্ণমূল পর্যায় থেকে লোক প্রশাসন বিষয়ে দক্ষ প্রশাসক তৈরি হবে। অনুষ্ঠানে চিটাগাং ইউনিভার্সিটি পাবলিক এডমিনিস্ট্রেশন এলামনাই এসোসিয়েশনের সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে ও জামাল নাসের চৌধুরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নাহিদা আকতার মুন্নী, শামিনা শারমিন ঝুমা, আহমদ সিপারউদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. জিয়া উদ্দিন সজীব, হোসাইন কবীর, ইকবাল আহমদ খান, হাফিজুর রহমান, আরিফ আহমদ ও রেজাউল করিম। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট