চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদায় ‘নমুনা ডিম’ ছেড়েছে রুই জাতীয় মা মাছ

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ২:৩৯ পূর্বাহ্ণ

প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে ‘নমুনা ডিম’ (নদীতে অনুকূল পরিবেশ আছে কিনা সামান্য ডিম ছেড়ে পরীক্ষা করে মা মাছ ) ছেড়েছে রুই (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) জাতীয় মা মাছ। গত শনিবার রাতে ও গতকাল রবিবার দুপুরে দুই দফা এসব ডিম সংগ্রহ করে সংগ্রহকারীরা। রাউজানের অংকুরীঘোনা এলাকা থেকে হাটহাজারীর আজিমেরঘাট প্রায় ৮ কিলোমিটার এলাকা থেকে এসব নমুনা ডিম সংগ্রহ করা হয়। তবে নমুনা ডিম সামান্য হওয়ার কারণে সাধারণত এগুলো রেণু ফোটানোর খুব একটা আগ্রহ দেখায় না সংগ্রহকারীরা।
হাটহাজারীর গড়দুয়ারা এলাকার কামাল উদ্দিন সওদাগর ও রাউজানের অংকুরীঘোনা এলাকার ডিম সংগ্রহকারী উদয়ন বড়–য়া দৈনিক পূর্বকোণকে বলেন, ‘হালদায় নমুনা ডিম ছেড়েছে রুই জাতীয় মাছ। ফনীর প্রভাবে নদীতে বৃষ্টি ছাড়াই নমুনা ডিম ছাড়ে মা মাছ। ডিমের অপেক্ষায় সারাদিন নদীতে নৌকা, জাল ও ডিম ধরার অন্যান্য সরঞ্জাম নিয়ে অপেক্ষায় ছিলেন তারা। তবে বৃষ্টি না থাকায় শেষ পর্যন্ত ডিম ছাড়েনি মা মাছ।’
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন দৈনিক পূর্বকোণকে বলেন, ‘হালদা নদীতে নমুনা ডিম ছেড়েছে মা-মাছ। সারাদিন নদীতে নৌকা, জাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে ডিমের অপেক্ষায় ছিল সংগ্রহকারীরা। কিন্তু কাক্সিক্ষত ডিম না ছাড়ায় তারা নমুনা ডিম নিয়ে বাড়ি ফিরেছেন। এখন ডিম সংগ্রহকারীরা বৃষ্টির অপেক্ষায় আছেন। পর্যাপ্ত বৃষ্টি হলেই নদীতে ডিম দিবে মা মাছ।’
প্রসঙ্গত, বিশ্বের একমাত্র জোয়ার-ভাটা নদী হালদা। যেখান থেকে রুই জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহ করা হয়। রাউজান-হাটহাজারী উপজেলা সীমানা দিয়ে বয়ে যাওয়া হালদা নদীতে স্মরণাতীত কাল থেকে প্রতি বছর বৈশাখ-জৈষ্ঠ্য মাসে ডিম ছাড়ে মা মাছ। হ্যাচারি পোনার চেয়ে হালদার পোনা দ্রুত বর্ধনশীল বলে এ পোনার কদর সারাদেশে। ডিম সংগ্রহকারীরা স্থানীয়ভাবে মাটির কূয়া তৈরি করে অপেক্ষায় থাকে, মা মাছ কখন ডিম ছাড়বে সে আশায়। নদী থেকে ডিম সংগ্রহ করে তা থেকে রেণু ফুটিয়ে বাজারে বিক্রি করে তারা। রেণুর আয় দিয়ে তারা পুরো বছর জীবিকা নির্বাহ করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট