চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হিলছিয়া-লাউয়েরখিল সড়কের বেহাল দশা

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী হিলছিয়া-লাউয়ের খিল সড়কের ব্রিক উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সড়কের দু’পাশে বৃষ্টির পানি জমে থাকায় প্রায় অর্ধ কি.মি সড়ক কদমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

সরেজমিনে দেখা যায়, উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী হিলছিয়া-লাউয়ের খিল সড়কের ব্রিক উঠে গিয়ে কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। সড়কের দু’পাশে বৃষ্টির পানি জমে থাকায় প্রায় অর্ধ কি.মি সড়ক কদমাক্ত হয়ে জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চামুদরিয়া ব্রিজ থেকে শুরু হয়ে সড়কটি লাউয়ের খিল পর্যন্ত ২ কি.মি এর অধিক এ সড়কের হিলছিয়া জামে মসজিদ থেকে প্রায় অর্ধ কি.মি সড়ক ব্রিক উঠে গিয়ে কদমাক্ত হয়ে পড়েছে। যানবাহন চলাচল তো দূরের কথা পায়ে হেঁটে চলাচল দুঃসাধ্য হয়ে পড়েছে। সড়কের দু’পাশে বেশ কিছু অংশ ঢালাই করে সংস্কারের কাজ এগিয়ে চলছে। এলাকাবাসী একইভাবে সড়কের ক্ষত-বিক্ষত এ অংশটি সংস্কারের দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট