চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

শুদ্ধাচার পুরস্কারলাভ উখিয়ার ইউএনও’র

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অর্জনের স্বীকৃতিস্বরূপ কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ‘শুদ্ধাচার পুরস্কার-২০১৯’ পেয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নিকারুজ্জামান চৌধুরী।

গত ৮ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ১ জন উপজেলা নির্বাহী অফিসার, ১ জন সহকারী কমিশনার (ভূমি) ও ১ জন অফিস স্টাফসহ ৩ জনকে শুদ্ধাচার সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

জেলা প্রশাসক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শ্রাবন্তী রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আফসার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহা. শাজাহান আলি, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) এসএম সরওয়ার কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আমিন আল পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট