চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সীতাকু- লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:১২ পূর্বাহ্ণ

সীতাকু-ের লতিফা সিদ্দিকী ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে গত বুধবার।

কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ শিমুল বড়ুয়া। অধ্যাপক সুস্মিতা সুলতানার সঞ্চালনায় বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ সামছুল হুদা, কলেজ পরিচালনা পরিষদের সদস্য, মুক্তিযোদ্ধা মো. সরওয়ার কামাল, অভিভাবক সদস্য সমীর বণিক, অভিভাবক মো. নুরুল ইসলাম, মিসেস সালমা আক্তার প্রমুখ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক চৌধুরী আহছানুল করিম, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মো. জহিরুল আলম চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক নুরুল আবছার, অর্থনীতি বিভাগের প্রশাসন শিল্পী বড়ুয়া, ইংরেজি বিভাগের প্রভাষক পারভীন আক্তার, বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ ওসমান গনি, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রত্না বড়ুয়া, দর্শন বিভাগের প্রভাষক তীবা ফারুকা, প্রশাসন, শেখ শাহীন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ এনামুল হক, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সাহেদা আক্তার, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক আলেয়া আফরিন, বাংলা বিভাগের প্রভাষক মো. মেহেদী হাসান, অর্থনীতি বিভাগের প্রভাষক আলেয়া ফেরদৌসী, গণিত বিভাগের প্রভাষক রনি বাবু দেব, জীববিজ্ঞান বিভাগের প্রভাষক মিহির কান্তি নাথ, ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা বিভাগের প্রভাষক নাজিয়া ফারহানা প্রমুখ। সভাপতির বক্তৃতায় অধ্যক্ষ শিমুল বড়ুয়া বলেন, শিক্ষার্থীদের গুণগত শিক্ষা নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টার প্রয়োজন। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য মায়েদের ভূমিকার প্রতি গুরুত্বারোপ করেন। পরে তিনি স্নাতক (পাস) চূড়ান্ত পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রাখায় ছয়জন শিক্ষার্থীর মধ্যে ক্রেস্ট প্রদান করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট