চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মূলধারার ছাত্ররাজনীতি আবার ফিরে আসুক

১৫ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০১ পূর্বাহ্ণ

ছাত্র রাজনীতির অতীত আমাদের জন্য এক গৌরবজ্জ্বল ইতিহাস। ৫২’র ভাষা আন্দোলন, ৬৬’র ছয় দফা, ৬৯’এর গণঅভ্যুত্থান ছিল বাঙালির প্রাণে জ্বলা আগুন। আর ৭১’এর স্বাধীনতা হল সেই আগুনের ভয়াবহ রূপ যা আমাদের এনে দিয়েছিল সেই মহান স্বাধীনতা। আমরা কি ধরে রাখতে পেরেছি ছাত্র রাজনীতির সেই নীতি ও আদর্শকে? বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ হতে আমরা জানতে পারি,তিনি ছোট থেকেই ছিলেন রাজনীতি ও অধিকার সচেতন। তাঁর সে সময়ের সুকৌশলী ছাত্র রাজনীতির কারণে তাঁকে বিভিন্ন সময়, বিভিন্ন কারণে কারাবরণ করতে হয়েছিল। নিঃসন্দেহে তিনি আমাদের ছাত্র সমাজ ও ছাত্র রাজনীতির জন্য একজন উত্তম পথপ্রদর্শক। তিনি তাঁর রাজনীতিক জীবনে পরিবারের পক্ষ থেকে পেয়েছিলেন অকুণ্ঠ সমর্থন। বাবা শেখ লুৎফুর রহমান বলেছিলেন, ‘রাজনীতি করো ভাল কথা, কিন্তু লেখাপড়া বন্ধ করো না।’ বর্তমান সময়ের ছাত্র রাজনীতির কথা বলতে গেলে সেই নীতি ও আদর্শ কোথায়? তাই স্বাধীনতার ৪৮ বছর পরেও আমাদের শুনতে হয়, ‘বাবা, সাবধানে থাকিস। আর রাজনীতি, মিছিল-মিটিং এ যাস না।’

বঙ্গবন্ধুর সময়ের সাথে বর্তমান সময়ের রাজনীতির শতভাগ মিল থাকবে-এমনটা আশা করা ঠিক নয়। কিন্তু মূলধারার ছাত্র রাজনীতি আবার ফিরে আসুক-এটা আমাদের সকলেরই প্রত্যাশা। তাহলে, সেই প্রত্যাশার বাস্তবায়ন কবে?

আবু সাইফ
ডিভিএম, ২য় বর্ষ, হাবিপ্রবি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট