চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা রিজেন্টের

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:০২ অপরাহ্ণ

তিন মাসের জন্য ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক রুটে ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে বেসরকারি বিমান সংস্থা রিজেন্ট এয়ারওয়েজ। রবিবার (১৫ সেপ্টেম্বর) থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত এ রুটে সংস্থাটির ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

রিজেন্ট এয়ারওয়েজ ২০১৪ সালের ২৭ এপ্রিল থেকে চট্টগ্রাম-ব্যাংকক রুটে সপ্তাহে দুদিন ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে যাত্রী পরিবহন শুরু করেছিল। ওই বছরের সেপ্টেম্বর থেকে যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় ফ্লাইট সংখ্যা বাড়িয়ে সপ্তাহে তিনদিন যাত্রী পরিবহন শুরু করে বিমান সংস্থাটি।

রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক কে এম জাফর উজ জামান ফ্লাইট বন্ধের কারণ সম্পর্কে বলেন, থাইল্যান্ডের ভিসা ইস্যুর পরিমাণ বাংলাদেশে কমে গেছে। তাই এই রুটে কমে গেছে যাত্রীর সংখ্যাও। এখন ভ্রমণের অফপিক সিজন চলছে। তাই আমরা সাময়িকভাবে ঢাকা-চট্টগ্রাম-ব্যাংকক রুটটি বন্ধ রেখেছি। আবারও ফ্লাইটটি আবারও ডিসেম্বর মাস থেকে চালু করা হবে।

এদিকে, চট্টগ্রাম থেকে একমাত্র রিজেন্ট এয়ারওয়েজেই সরাসরি থাইল্যান্ডে যাওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়েছেন যাত্রীরাও।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট