চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে: জেলা প্রশাসক

বাঁশখালীতে বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ ও মা সমাবেশ

বাঁশখালী সংবাদদাতা

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৪:৩৯ অপরাহ্ণ

মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধেকল্পে অভিভাক সমাবেশ ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ শনিবার (১৫ সেপ্টেম্বর) আয়োজিত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  বাঁশখালী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, প্রাথমিক শিক্ষা যদি নিশ্চিত করতে পারি সন্তানদের বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল তা বাস্তবায়ন হবে। আপনার ছেলে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে সেই দিকে নজর রাখতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতা শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, উপর্যুক্ত শিক্ষা নিয়ে শিক্ষিত হলেই উন্নত জাতি হিসাবে পরিচিত লাভ করবে। আপনার সন্তানদের পুষ্টি সম্মত খাবার খাওয়াবেন। তাতে সস্তানদের মেধার বিকাশ ঘটবে। সরকারি উদ্যোগে ‘মিট দ্যা মিল’ ব্যবস্থা চালু করেছে। সেই নিয়ম মেনে চলবেন। প্রতিদিন দুপুরে যাতে অভুক্ত না থাকে সন্তানেরা সেইদিকে নজর দিতে হবে। আপনাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হয়ে মানুষ হোক সেটাই আমরা চাই। বাচ্চাদের দেখাশুনা করবেন আপনারা। আপনার সন্তান যাতে খাপার ছেলে মেয়েদের সাথে না মিশে সেই দিকে নজর দিবেন। মায়েরা ছেলেদের যত্ন নেয় বেশি। মানুষের মত মানুষ হোক, সুশিক্ষায় শিক্ষিত হোক আপনার সন্তান। যাদের প্রতিভা রয়েছে তা বিকশিত হবেই। আপনাদের যে কোন সমস্যা সমাধানে ইউএনও খেয়াল রাখবেন। বাঁশখালীর শিক্ষার উন্নয়নের ক্ষেত্রে কাজ করে যাচ্ছে সরকার।  

বাঁশখালী উপজেলা প্রশাসন আয়োজিত বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে অভিভাবক সমাবেশ, জেলা প্রশাসক বৃত্তি প্রদান ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এতে বিশেষ অতিথি ছিলেন চৌধুরী মুহাম্মদ গালীব সাদলী। বাঁশখালীর পৌরসভার মেয়র শেখ সেলিমুল হক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, মহিলা কাউন্সিলর রোজিনা আক্তার রোজি, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম, প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষিকা বাবলী দাশ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেনের সামনে প্রশ্নোত্তর পর্বে দৈনন্দিন লেখাপড়ার মান নিয়ে ৪ জন শিক্ষার্থীর মা তাদের ছেলে মেয়েদের মানুষ গড়ার অনুভূতি তুলে ধরেন। জেলা প্রশাসক পরে পূর্ব জলদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসের উদ্বোধন করেন।     

পূর্বকোণ/পলাশ 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট