চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ছিনতাইকারী গ্রেপ্তার অভিনব কায়দায় মোবাইল ছিনতাই

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

নগরীতে মো.আব্দুল হামিদ (২২) নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে নগরীর কোতোয়ালী থানার দিদার মার্কেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল হামিদ নগরীর চকবাজার থানার দেওয়ান বাজার সাত্তার কলোনির মো.আব্দুল মালেকের ছেলে।
পুলিশ জানায়, গত ১০ জুলাই তন্ময় দেবনাথ ও তার মামাতো ভাই আইডিয়াল স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় ছিনতাইকারীদের একজন তাদের কাছে গিয়ে অভিযোগ করে তন্ময়ের মোবাইলের তার বোনের ছবি রয়েছে। এরই মধ্যে আরো দু’জন ঘটনাস্থলে এসে গালাগাল করে এবং ছুরি দেখিয়ে আমাদের মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে বিষয়টি থানায় এসে পুলিশকে জানালে পুলিশ অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের এক সদস্যকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বলেন, হামিদসহ তার সহযোগীরা দুই যুবকের কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়। পরে পুলিশের একটি টিম অভিযুক্ত আব্দুল হামিদকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। এ ঘটনার সাথে মো. মামুন (২২) ও মো.মানিক প্রকাশ মালু (২৮) নামে আরও দুইজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। মূলতঃ তারা একটি সক্রিয় ছিনতাইকারী দলের সদস্য বলেও জানান তিনি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট