চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

তিন কবির গান-কবিতায় মুগ্ধ শ্রোতা

চট্টগ্রাম ক্লাবে আলিয়ঁস ফ্রঁসেজ ও ফরাসী দূতাবাসের আয়োজন

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

তিন বিশ^খ্যাত কবির গান ও কবিতার মাধ্যমে গতকাল (শুক্রবার) চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ফ্রান্সের শিল্পী জিলদা চাহাভেরদী, শাদী ফাথী এবং আলিয়ঁস ফ্রঁসেজের শিক্ষার্থীরা রবীন্দ্রনাথ ঠাকুর, খৈয়াম ও রুমীর গান ও কবিতা পরিবেশন করেন। বর্তমান প্রজন্মকে এই তিন বিশ^বিখ্যাত কবির সাথে রবীন্দ্রনাথ ঠাকুর, খৈয়াম ও রুমীর সাথে পরিচয় করিয়ে দিতেই আলিয়ঁস ফ্রঁসেজ ও ফরাসী দূতাবাস চট্টগ্রাম ক্লাবে সন্ধ্যা সাতটায় আয়োজন করে এই সাংস্কৃতিক সন্ধ্যার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন করপোরেট ব্যাংকিং ইস্টার্ন ব্যাংকের এরিয়া হেড ইফতেখার

উদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ঢাকা ফরাসী দূতাবাসের ডেপুটি হেড অফ মিশন ফ্রাঙ্ক গ্রুটজমাখের তেকুর, এলিট পেইন্ট এন্ড কেমিক্যালের পরিচালক শাজীর আহমেদ ও পিএইচপি পরিবারের বোর্ড অব ডিরেক্টর সদস্য আনোয়ারুল হক চৌধুরী। অনুষ্ঠান পরিচালনার করেন আলিয়ঁস ফ্রঁসেজ পরিচালক ড. সেলভাম থোরেজ। বক্তব্য রাখেন চট্টগ্রাম ক্লাবের চেয়ারম্যান, দৈনিক পূর্বকোণের প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আলোচনা পর্বে অতিথিরা বলেন, সংস্কৃতির আলো ছড়িয়ে পড়–ক চারদিকে। সাংস্কৃতি হলো এমন এক মাধ্যম যেখানে সকল মানুষ ও ধর্ম মিলেমিশে একাকার হয়ে যায়। সঙ্গীত আর কবিতা হলো মানুষের মনের ভাষা। সুরের মাধ্যমেই মানুষ তার সব উজার করে দেয়। তাই আমাদের আগামী প্রজন্মকে নিয়মিত সংস্কৃতির চর্চা করা প্রয়োজন। এই এশিয়া মহাদেশে জন্ম নিয়েছে অনেক গুণী মানুষ। তাদের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। তাই আমাদের আগামী প্রজন্মকে এই বিখ্যাত মানুষদের সম্পর্কে জানা অত্যন্ত প্রয়োজন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট