চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সড়কে বাধা বৈদ্যুতিক খুঁটি

নিজস্ব প্রতিবেদক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

একমাস হলো ওভার পাসের কাজ শেষ হয়েছে। এরিমধ্যে ওভারপাসের উপর দিয়ে দক্ষিণ চট্টগ্রামের দূরপাল্লার গাড়ির যাতায়াত শুরু হয়েছে। শাহ আমানত সেতু সংযোগ সড়কটি নগরীর অত্যন্ত ব্যস্ততম একটি সড়ক। যে কারণে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের রাহাত্তার পুল ও এককিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। তাই শাহ আমানত সেতু সংযোগ সড়কের উপর ওভারপাস নির্মাণ করা হয়েছে। নির্মিত ওভারপাসের কারণে পাশের সড়কটি আগের চেয়ে অনেকটা সংকুচিত হয়ে গেছে। আগে সড়কটি প্রায় পঞ্চাশ ফুট প্রশস্ত ছিল। এখন ওভারব্রিজ হওয়াতে সড়কটির দুইপাশে প্রায় ১৫ ফুট করে সড়ক আছে। কিন্তু বহদ্দারহাট থেকে নতুন ব্রিজমুখি এ ১৫ ফুট সড়কের মধ্যে পাঁচফুট সড়ক দখল করে দাঁড়িয়ে আছে দুইটি বৈদ্যুতিক খুঁটি। এতে সড়কটি আরো সংকুচিত হয়ে গেছে। যে কারণে নগরীর বহদ্দারহাট থেকে নতুন ব্রিজগামী লোকাল বাস, সিএনজি ট্যাক্সিসহ বিভিন্ন যানবাহন চলাচলে বাধার মুখে পড়ছে। রাহাত্তারপুল এলাকার একাধিক বাসিন্দার সাথে আলাপকালে তারা বলেন, প্রায়সময় এই বৈদ্যুতিক খুঁটি দুটির কারণে দ্রুতগামী গাড়ি এসে ধাক্কা খায়। বেশ কিছুদিন আগে একটি সিএনজি ট্যাক্সি খুঁটির সাথে মারাত্মকভাবে ধাক্কা খায়। যদিও বড়ধরনের কোন ক্ষতি হয়নি। তবে ট্যাক্সির সামনের গ্লাস ভেঙেছে। গত রমজান মাসে রাত আনুমানিক দেড়টার দিকে এক মোটরসাইকেল আরোহী এ বৈদ্যুতিক খুঁটির সাথে এসে ধাক্কা খেয়ে পড়ে যায়। এতে লোকটি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। কিন্তু সৌভাগ্য যে পিছনে কোন গাড়ি ছিল না। আশপাশের লোকজন তাকে উদ্ধার করেছিল। শুধু তাই নয় প্রতিদিনই কোন না কোন গাড়ি এখানে দুর্ঘটনায় পড়ার উপক্রম হয়। এলাকাবাসী খুঁটিগুলো দ্রুত সরানোর দাবি জানিয়েছেন। লোকাল বাসের চালক মো. নাছির বলেন, বৈদ্যুতিক খুঁটিগুলোর কারণে অনেক সময় ভয় লাগে। কারণ খুঁটিগুলো একেবারে রাস্তার মাঝখানে পড়েছে। এ সমস্যা আগে ছিল না। তখনতো রাস্তা বড় ছিল। এখন ব্রিজ হওয়াতে এদিকে রাস্তা ছোট হয়ে গেছে তাই গাড়ি চালাতে হয় ধীর গতিতে সতর্কতার সাথ। এপথ এমনিতেই রাস্তাটি সংকীর্ণ তার উপর বৈদ্যুতিক খুঁটি। এখন খুঁটিগুলো অপসারণ করলে অবাধে গাড়ি যাতায়াত করতে পারবে। আর বড় ধরনের কোন ক্ষতির আশঙ্কা থাকবে না।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট