চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবি রোভার স্কাউটের দীক্ষানুষ্ঠানে প্রফেসর ড. শিরীণ

দেশ-জাতির সেবায় নিবেদিত প্রাণে কাজ করতে হবে

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের তিন দিনব্যাপী (১২-১৪ সেপ্টেম্বর) বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠান গত ১২ সেপ্টেম্বর বিকেলে চবি শহীদ শেখ কামাল জিমনেসিয়ামে উদ্বোধন করা হয়। এর উদ্বোধন করেন চবি রোভার স্কাউট গ্রুপের সভাপতি চবি উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার।

এসময় উপস্থিত ছিলেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন, চবি ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক এস.এম. নঈম উদ্দীন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক সুলতানা সুকন্যা বাশার। প্রফেসর ড. শিরীণ আখতার উপস্থিত রোভার স্কাউট সদস্যদের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট একাডেমিক শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার নিরিখে দেশ-জাতির যে কোন দুর্যোগপূর্ণ মুহুর্তে আর্তমানবতার সেবায় উজ্জীবিত হয়ে মানুষের কল্যাণে নিজেদের নিয়োজিত রাখেন। তাদের এ সেবামূলক কর্মকা- প্রশংসার দাবিদার। উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) রোভার স্কাউট সদস্যদের আত্মশক্তিতে বলীয়ান হয়ে মূল্যবোধকে জাগ্রত করে দেশ-জাতির সেবায় নিবেদিত প্রাণে কাজ করার আহ্বান জানান। প্রফেসর ড. শিরীণ আখতার রোভার স্কাউটের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষানুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করে উদ্বোধন ঘোষণা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট