চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মশক নিধন সরঞ্জামাদি বিতরণকালে জেলা প্রশাসক

সুস্থভাবে বাঁচতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস হোসেন বলেছেন, সুস্থভাবে বাঁচতে হলে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ব্যাপারে প্রত্যেককে সচেতন থাকতে হবে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসনের উদ্যোগে ও এস. আলম গ্রুপের সৌজন্যে সকল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন সরঞ্জামাদি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি আরও বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মশক নিধন ও ডেঙ্গু প্রতিরোধে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করেছেন বলেই চট্টগ্রামসহ সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। ডেঙ্গু রোগীদের সুচিকিৎসায় দেশের হাসপাতালগুলোতে কিটসহ প্রয়োজনীয় চিকিৎসাসামগ্রী মজুদ রয়েছে। কয়েকদিনের বৃষ্টির কারণে এখানে যাতে এডিস মশার বংশবিস্তার যাতে ঘটতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। মানুষের সার্বিক উন্নয়নের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে চট্টগ্রাম জেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। জেলার সকল উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধন কার্যক্রম আরো বেগবান করতে ৩০টি ফগার মেশিন, ৬০টি স্প্রে মেশিন ও ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জাম প্রদানের মাধ্যমে জেলা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এস. আলম গ্রুপ। এভাবে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে ডেঙ্গু প্রতিরোধ ও মশক নিধনে আমরা সফল হব।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি-বাকলিয়া) সাবরিনা আফরিন মুস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এস. আলম গ্রুপের চেয়ারম্যানের পিএস মো. আকিজ উদ্দিন। স¦াগত বক্তব্য রাখেন জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) ইয়াছমিন পারভীন তিবরীজি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ কামাল হোসেন ও হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রুহুল আমিন। অনুষ্ঠানশেষে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের হাতে ফগার মেশিন, স্প্রে মেশিন ও মশক নিধনের ওষুধসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (এল.এ) মো. আমিরুল কায়ছার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আবু হাসান সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটে মো. সাইফুল ইসলামসহ সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। উল্লেখ্য, অনুষ্ঠানে জেলার ১৫ উপজেলার প্রত্যেকটিতে ২টি করে ফগার মেশিন ও ৪টি করে স্প্রে-মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট