চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

শোহাদায়ে কারবালার মাহফিলে বক্তারা

সত্যের জন্য ত্যাগ স্বীকার করাই শাহাদাতে কারবালার শিক্ষা

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

পবিত্র আশুরা উপলক্ষে বিভিন্ন উপজেলায় নানা সংগঠনের উদ্যোগে পালিত হচ্ছে শোহাদায়ে কারবালা মাহফিল। মাহফিলে বক্তাগণ কারবালার মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে জীবনযাপনের জন্য সকল মুসলিম উম্মাহর প্রতি আহবান জানান।
পটিয়া আমির ভা-ার দরবার শরীফ : পটিয়ার আমির ভা-ার দরবার শরীফে ১০ দিবসে শাহাদাতে কারবালা মাহফিলের সমাপনী দিবস মাহফিল কমিটির সভাপতি মাওলানা শাহসূফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বদিউল আলম।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কারবালা মাহফিলের সাধারণ সম্পাদক আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন শাহসুফি সৈয়দ খাইরুল মোস্তাফা শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ কানুন রশিদ শাহ আমিরী, সৈয়দ মাওলানা সায়েম উল্লাহ শাহ আমিরী, সমাজসেবক আবু মোহাম্মদ, সিরাজুল হক আমির, মুহাম্মদ জাহাঙ্গীর আলম।

প্রধান আলোচক ছিলেন রানীরহাট সুন্নিয়া ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক আল্লামা গাজী আবুল কালাম বয়ানী। আলোচক ছিলেন আল্লামা হাফেজ আহমদ আলকাদেরী, সৈয়দ মোকারম বারী, আবদুল আলিম নুরী, মাওলানা মাহাবুবুল হক, জাহাঙ্গীর আলম আলকাদেরী। বক্তব্য রাখেন মুহাম্মদ আমির হোসেন, আসাদুজ্জামান আমিরী তানিম, মোহাম্মদ ইসমাইল, ফরিদুল ইসলাম মঞ্জু, মো. আলমগীর, নুরুল কবির, নাদিম উদ্দীন, শাহ আলম, মুহাম্মদ আমির উদ্দিন আমিরী।মাহফিলে বক্তারা বলেন, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) ও তাঁর আওলাদ তথা আউলিয়া কেরামের অপরিসীম আত্মত্যাগের সিঁড়ি বেয়ে সারা বিশ্বে ইসলামের প্রসার ঘটেছে। ইসলাম প্রসারে বিশ্বজনীন বলয় ও ব্যক্তির পেছনে আওলাদে রাসুলের (দ.) অতুলনীয় ত্যাগ ও অবদান কখনো অস্বীকার করা যাবে না। ইমাম হোসাইন (রা.) ইসলামের ভিত্তি নির্মাণ করেছেন নিজের প্রাণ উৎসর্গ করে।
আল মোত্তাকীন ফাউন্ডেশন : আল মোত্তাকীন ফাউন্ডেশনের উদ্যোগে শোহদায়ে কারবালে স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান আ.জ.ম সেলিমের সভাপতিত্বে নগরীর পাহাড়তলী ঝর্ণাপাড়ার সেলিম ম্যানশনে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান সমন্বয়কারী আশরাফ উদ্দীন, মো. শাহজাহান হাজী শফিক, মো. আকতার হোসেন, মো. জয়নাল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, কারবালার শিক্ষা হচ্ছে শত বিপদে অন্যায়ের কাছে মত নত না করা। আর ইসলামের বিরুদ্ধে যেকোন ষড়যন্ত্র হলে তা প্রতিহত করতে নিজেকে সর্বদা প্রস্তুত রাখা। তাই আল মোত্তাকীন ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে মানবতার কল্যানে কাজ করে কারবালার আদর্শকে বুকে ধারন করতে হবে।

গাউসিয়া কমিটি উরকিরচর ইউনিয়ন শাখা : সংগঠনের উদ্যোগে পবিত্র শোহাদায়ে কারবালা স্মরণে ও আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (র.)’র সালানা ওরশ মোবারক উপলক্ষে মুহাম্মদ আবুল মুহসীন এবং মরহুম ইউনুছ ফাউন্ডেশনের যৌথ সহযোগিতায় গত ১১ সেপ্টেম্বর আলামিয়া হাটের পার্শ্বস্থ ময়দানে অস্বচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আবদুল জব্বার সোহেল। সংগঠনের সভাপতি মুহাম্মদ মফিজুল আলম শাহের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন সংগঠনের উত্তর জেলা সাধারণ সম্পাদক এডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহবায়ক হাফেজ মুহাম্মদ সালাউদ্দিন ও সচিব মুহাম্মদ আমান উল্লাহ আমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাজনীতিক শফিউল আলম, আবু বক্কর সওদাগর, এস.এম রেজাউল করিম, আহমদ সৈয়দ, জাহেদুল ইসলাম, মুহাম্মদ হানিফ, ডা. নজরুল ইসলাম, কামাল উদ্দিন। এতে আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা এস.এম হারুনুর রশীদ, হাবিবুল ইসলাম চৌধুরী, অধ্যাপক সৈয়দ জামাল উদ্দিন, অহিদুল আলম শাহ্ সুজন, অধ্যক্ষ ওমর ফারুক প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট