চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইভটিজিংয়ের প্রতিবাদ কক্সবাজারে কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

নিজস্ব সংবাদদাতা , কক্সবাজার

৬ মে, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ণ

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় মোশারফ হোসেন নামে কক্সবাজার সিটি কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে একদল বখাটে। বখাটে মাসুদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত ও ধারালো দা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। গত শনিবার রাতে রামু উপজেলার মিঠাছড়ি ইউনিয়নের উমখালী কাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মাসুদ কাজী পাড়া এলাকার মনির আহাম্মদের ছেলে। ঘটনার পর স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মোশারফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছে। মোশারফ হোসেন কক্সবাজার সিটি কলেজের অর্থনীতি বিভাগের ২য় বর্ষের ছাত্র। সে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া বাজার পাড়া এলাকার হাজী ছলিম উল্লাহর ছেলে। আহত শিক্ষার্থীর ভাই হোসাইন জানান, গত কয়েকমাস আগে তার দুই বান্ধবী পরীক্ষা দিতে যাচ্ছিল। পথিমধ্যে খরুলিয়া ঘাটপাড়া পৌঁছালে বখাটে মাসুম তাদের উত্ত্যক্ত করতে থাকে। উত্যক্তের প্রতিবাদে কথা কাটাকাটি হয়েছিল মোশাররফ ও বখাটে মাসুদের। গত শনিবার সন্ধ্যায় মোশারফ ও তার বন্ধুরা মিলে মিঠাছড়ির বন্ধু কাজলের বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে ফেরার পথে দুই মাস আগের ঘটনার জের ধরে মাসুম ও তার বাহিনীরা মোশারফকে অতর্কিতভাবে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। এতে রাশেদ নামের আরেক বন্ধুও আহত হয়। এ ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। রামু থানার ওসি আবুল মনছুর জানান, এখনো পর্যন্ত মিঠাছড়ির কোন ঘটনা সর্ম্পকে কেউ অবগত করেনি। কেউ যদি থানায় অভিযোগ করে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট