চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন সুষ্ঠু নির্বাচন নিয়ে সন্দেহ প্রকাশ

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৭ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল গাফ্ফার চৌধুরী বলেছেন, সাতকানিয়া উপজেলা পরিষদে মনোনয়নপত্র জমা দিতে গিয়ে দেখেছি আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর পক্ষে কমিউনিটি সেন্টার ভাড়া করে সেখানে গরু জবাই করে হাজারো নেতা-কর্মীদের এনে খাওয়ানো হচ্ছে। এটি নির্বাচনী আইনের সুস্পষ্ট লঙ্ঘন। যার ফলে নির্বাচন আদৌ নিরপেক্ষ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। তিনি ১২ সেপ্টেম্বর বিকালে তার মনোনয়নপত্র জমাদান শেষে সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন। তবে এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুল মোতালেব বলেন, আমি কোন খাবারের আয়োজন করিনি। শুনেছি এ আয়োজন করেছিল কোন এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী।
সাতকানিয়ার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আরো অভিযোগ করেন, আজকে মাত্র মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এই দিনেই আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে ব্যাপক লোক সমাগম ঘটিয়ে গাড়ির বহর নিয়ে রাস্তায় যানজটের সৃষ্টি করা হয়েছে। কমিউনিটি সেন্টার ভাড়া করে গরু জবাই করে খাবারের আয়োজন করা হয়েছে। আমার জানামতে এটি সুস্পষ্ট নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন। যদি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হতেই থাকে, আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে সরকারি দলের প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া না হয়, তাহলে এ নির্বাচনও অতীতের নির্বাচনের মতো হাস্যকর হয়ে যাবে।
প্রসঙ্গত, আগামী ১৪ অক্টোবর সাতকানিয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট