চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ফতেয়াবাদ উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত ডা. রামপ্রসাদ

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের উদ্যোগে বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী প্রখ্যাত ¯œায়ু রোগ বিশেষজ্ঞ, ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস কলকাতা, প্রফেসর ডা. রাম প্রসাদ সেন গুপ্তের সংবর্ধনা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কদরের সভাপতিত্বে এবং চৌধুরী মো. জসিম ও সেবিকা মুখার্জীর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী নাছের চৌধুরী, ডা. কামাল উদ্দীন আহম্মদ, চবির সাবেক প্রক্টর অধ্যাপক আলী আজগর চৌধুরী, সহযোগী অধ্যাপক আলী আরশাদ চৌধুরী, আইয়ুব খাঁন, আহমদ উল্লাহ্ খাঁন, অমর নাথ চৌধুরী, অধ্যাপক মির্জা শহীদুল্লাহ্ বাবুল, এম.এ কাসেম, আলী আজগর চৌধুরী, কাজী এনামুল হক, শফিকুর রহমান খাঁন, অধ্যাপক স্বরূপানন্দ রায়, দুর্গাপদ নাথ, সোলায়মান কোম্পানি, সুভাষ চন্দ্র দাশ, মো. জানে আলম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের উন্নয়নের জন্য দুই লক্ষ টাকা নগদ প্রদান করেন প্রফেসর ডা. রামপ্রসাদ সেনগুপ্ত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট