চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় জেলা প্রশাসক ইলিয়াছ হোসেন

উন্নত বাংলাদেশ গড়তে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করুন

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক মো. ইলিয়াছ হোসেন বলেছেন, সন্তানদেরকে যোগ্য নাগরিকে পরিণত করতে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। উন্নত বাংলাদেশ দেখতে হলে শিশুদের নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশে শিক্ষকদের ভূমিকা রাখতে হবে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ এবং বিদ্যালয় হতে ঝরে পড়া রোধকল্পে গত ১২ সেপ্টেম্বর মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত মন্তব্য করেন তিনি। ইউএনও শেখ জোবায়ের আহমদের সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ তৌহিদুল হক চৌধুরী। সহকারী শিক্ষা কর্মকর্তা আশীষ কুমার আচার্য্যরে সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবিরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, বৈরাগ ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান, বারশত ইউপি চেয়ারম্যান এম.এ কাইয়ুম শাহ্, আনোয়ারা ইউপি চেয়ারম্যান অসীম কুমার দেব, চাতরী ইউপি চেয়ারম্যান ইয়াছিন হিরু প্রমুখ। এছাড়া তিনি সদর মডেল প্রাথমিক বিদ্যালয়ে মা-সমাবেশে বক্তব্য রাখেন। পরে স্কুলের সম্প্রসারিত ভবনের কক্ষ উদ্বোধন করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট