চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

উপজেলার বিভিন্ন স্থানে কারবালা মাহফিলে বক্তারা

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা ইমাম হোসাইনের আত্মত্যাগ

মফস্বল ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

পবিত্র আশুরা পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল ও শোহাদায়ে কারবালা মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত মাহফিলে বক্তারা বলেন, ইমাম হোসাইনের আত্মত্যাগ যুগে যুগে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় প্রেরণা যোগাবে।
পটিয়া আমির ভা-ারে ৯ম দিবস: আমির ভা-ার দরবার শরীফে ১০ দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিলে গত ৯ সেপ্টেম্বর ৯ম দিবস সম্পন্ন হয়। কারবালা মাহফিল কমিটির সভাপতি পীরে তরীকত শাহসুফি সৈয়দ মুহাম্মদ শামুন রশিদ শাহ আমিরীর সভাপতিত্বে এদিন মাহফিলে প্রধান অতিথি ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুল হাসান। বিশেষ অতিথি অতিথি ছিলেন মাওলানা সৈয়দ সরওয়ার কায়েল শাহ আমিরী, সৈয়দ মুহাম্মদ নেজাম উদ্দিন শাহ আমিরী ও আল্লামা তারেক আবেদীন। আলোচক ছিলেন আল্লামা মুফতি ফরিদুল আলম রেজবী, আল্লামা হামিদুল হক আলকাদেরী, আল্লামা রায়হানুল ইসলাম আল কাদেরী। মাহফিলে বক্তব্য রাখেন শাহাদাতে কারবালা মাহফিল কমিটির সাধারণ সম্পাদক মুহাম্মদ আমির হোসেন, প্রকাশনা সম্পাদক সৈয়দ মুহাম্মদ আসাদুজ্জামান আমিরী তানিম, যুগ্ম সম্পাদক ও ৩ নং ওয়ার্ড গাউছিয়া আমিরিয়া খেতমদ পরিষদের সেক্রেটারি মোহাম্মদ ইসমাইল, ফরিদুল ইসলাম মঞ্জু, আলমগীর, নুরুল কবির, নাদিম উদ্দীন, আমির উদ্দিন আমিরী, নজরুল ইসলাম আমিরী, আবদুল মান্নান আমিরী, মাওলানা বখতিয়ার হামিদ, হাফেজ দেলোয়ার হোসাইন, সোহেল রেজা, মে’রাজুল আলম, সৈয়দ মুহাম্মদ আশরাফুজ্জমান আমিরী, ইফতেখার হোসাইন ইমরান, মফিজুল রহমান টিপু, নাছিম হায়দার, সিরাজুল ইসলাম, হাফেজ দেলোয়ার, তৌহিদ, শহিদুল ইসলাম রুবেল, কায়ছার, সামুন, মেহেরাজ, রফিকুল আলম ওসমানী, সুজন ও মোস্তাফা মনোয়ার।

সৈয়দবাড়ি দরবার: ফটিকছড়ির সৈয়দবাড়ি দরবার শরিফ, গাউসিয়া সমিতি ও গাউসিয়া যুব সমিতির যৌথ উদ্যোগে কারবালা মাহফিল গত ১০ সেপ্টেম্বর বিকেলে সম্পন্ন হয়। মুহাম্মদ তকির হাটস্থ অধ্যক্ষ আল্লামা সৈয়দ শামসুল হুদা (রহ.) কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন সৈয়দবাড়ি দরবার শরিফের সাজ্জাদানসীন আহলে সুন্নাত ওয়াল জমাআতের মহাসচিব পীরে তরিকত আল্লামা সৈয়দ মছিহুদ্দৌলা। মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার শায়খুল হাদিস আল্লামা হাফেজ সোলাইমান আনসারী। মুখ্য আলোচক ছিলেন লাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা জসিম উদ্দিন আলকাদেরী। বিশেষ অতিথি ছিলেন সৈয়দবাড়ি দরবার শরিফের নায়েবে সাজ্জাদানশিন পীরজাদা মাওলানা সৈয়দ তৌছিফুল হুদা। শাহাদাতে কারবালার দর্শন ও শিক্ষা নিয়ে আলোচনা করেন মাওলানা নূরুল ইসলাম রিজভি, হাফেজ মাওলানা নাছির উদ্দিন আলকাদেরী, নূরুল আলম মোল্লা, আবু আহমদ সওদাগর, আইয়ুব চৌধুরী, জহির উদ্দিন বাবর, সেলিম, একেএম বখতেয়ার, সরওয়ার আলম, শাহজালাল, আবু সওদাগর, আবদুল কাদের, ইসমাইল, নূরুল হাকিম, মফিজ, এস এম জাহাঙ্গীর আলম, মাওলানা বেলাল, আনোয়ার, আলমগির ও ফয়েজ।

বোয়ালখালীর মাবুদিয়া দরবার: দরবারে শোহাদায়ে কারবালা স্মরণে আজিমুশ্শান মিলাদ মাহফিল গত ১০ সেপ্টেম্বর সম্পন্ন হয়। আঞ্জুমানে আজিজিয়া মাবুদিয়া সুন্নিয়ার কেন্দ্রীয় কমিটির ব্যবস্থাপনায় মাহফিলে ছদারত করেন দরবারের সাজ্জাদান্শীন পীরে ত্বরিক্বত আল্লামা মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুর রহীম আলকাদেরী (মা.জি.আ.)। আলোচনায় অংশ নেন দরবারের শাহজাদা আল্লামা আবদুল করিম আলকাদেরী, নিকাহ রেজিস্ট্রার কাজী মাওলানা শাহী এমরান কাদেরী, আল্লামা ফরিদ উদ্দিন আলকাদেরী, আল্লামা ছৈয়দুল হক আনসারী, মাওলানা আবদুল কুদ্দুছ আলকাদেরী, মাওলানা ফরিদ উদ্দিন কাদেরী, মাওলানা নুরুল ইসলাম রহিমী, মাওলানা ইসমাঈল আশরাফী, ইমাম উদ্দিন রহিমী, মাওলানা শরাফত উদ্দিন কাদেরী, মাওলানা আবরারুল হক আবেদ, শায়ের মাওলানা রুহুল আমীন রহীমি, হাফেজ তৌহিদুল আলম আকিব ও হাফেজ আবদুর রকিব রাহাত।

পটিয়া ছনহরা: উত্তর ছনহরা গাউছিয়া কমিটি, খানকা-এ কাদেরিয়া ছৈয়্যদিয়া তৈয়্যবিয়া ও তাহেরিয়ার যৌথ ব্যবস্থাপনায় গত ১১ সেপ্টেম্বর আহলে বায়েত-এ রাসুল (দ.) স্মরণে ও গাউছে জামান হযরত তৈয়্যব শাহ্ (রহ.)’র বার্ষিক ওরশ উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। খানকা কমিটির আহবায়ক কাজী মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ছনহরা টি.পি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলের উদ্বোধক ছিলেন স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান আবদুর রশিদ দৌলতী। প্রধান অতিথি ছিলেন গাউছিয়া কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। প্রধান বক্তা ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ মাষ্টার। নুর মোহাম্মদ সিকদার বদির সঞ্চালনায় তকরির করেন মুফতি মাওলানা আবুল হাসান মোহাম্মদ ওমাইর রিজভী, মাওলানা ইউসুফ জিলানী, হাফেজ মাওলানা সোহাইল উদ্দিন, মাওলানা ফরিদুল আলম আলকাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা গাউসিয়া কমিটির সভাপতি মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউনিয়ন গাউসিয়া কমিটির সাবেক সিনিয়র সহ-সভাপতি আনোয়ার উদ্দিন, স্থানীয় নেতৃবৃন্দ কাজী আবু জাফর, শেখ আবু নাসের, শফিউর রহমান খন্দকার, হাজী লোকমান সিকদার, আবদুর রাজ্জাক, মাষ্টার হারুনুর রশিদ, আজিজুল হক খোন্দকার, আমির হোসেন সওদাগর, রফিক আহমদ চৌধুরী, মনির আহমদ, আহমদ নুর সিকদার, শহিদুল হক সিকদার, নুরুল হক সিকদার প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট