চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

অন্যের বিপদে যিনি ছুটে যান তিনিই এখন বিপদে

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪ | ১২:৪৫ অপরাহ্ণ

অন্যের বিপদের কথা শুনলেই ছুটে যেতেন কলেজ শিক্ষার্থী ইসমাইল হোসেন তারেক। বন্ধুদের নিয়ে দাঁড়াতেন বিপদগ্রস্থ ব্যক্তির পাশে। প্রাণোচ্ছ্বল পরোপকারী সেই তারেক এখন নিজেই বিপদে। আক্রান্ত মরণব্যাধী ক্যান্সারে। টাকার অভাবে চিকিৎসা করাতে না পেরে গুণছেন মৃত্যুর প্রহর।

 

স্বজনেরা জানিয়েছেন, তারেক (HODGKIN LYMPHOMA) নামের ক্যান্সার রোগে আক্রান্ত। এখন তিনি ৪র্থ স্টেজে। এই রোগের চিকিৎসার জন্য অন্তত ৩০ লাখ টাকা প্রয়োজন। যা বাবা-বড় ভাই হারা তারেকের পক্ষে যোগাড় করা অসম্ভব। তাই তারেকের হয়ে অর্থ সংগ্রহ করছেন তারা। তারেকের বন্ধু ফয়সাল মাহমুদ জানান, এখন পবিত্র রমজান মাস। এ সময় সবাই সাধ্যমতো দান করেন। সমাজের বিত্তবান লোকজন এগিয়ে এলে এ মাসেই ৩০ লাখ টাকা সংগ্রহ করা সম্ভব। সবার সহযোগিতায় আমরা তারেকের জন্য উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে চাই। তাকে সুস্থ করে তুলতে চাই।

 

কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি কর্পোরেশন কলেজের ব্যবস্থাপনা বিভাগের সম্মান ২য় বর্ষের শিক্ষার্থী এবং নগরীর সিআরবি এলাকার বাসিন্দা তারেক সম্পর্কে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করা যাবে ০১৮১৬-৫৫৪৯৩০ নম্বরে।

তাকে সাহায্য পাঠাতে চাইলে বিকাশ ও নগদ নম্বর- ০১৮১৬-৫৫৪৯৩০, ০১৭৮৮-৩৪০৫৬৩ এবং বিকাশ নম্বর- ০১৮৭৩-০২৫৩০৪ এ পাঠানো যাবে। এছাড়া ঢাকা ব্যাংকের একাউন্ট নম্বর ০২২২২২০০০০৭৩৮ এ পাঠানো যাবে সাহায্যের অর্থ।

পূর্বকোণ/পিআর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট