চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সাতকানিয়ার কেঁওচিয়ায় মাদক বিরোধী সভায় ওসি সফিউল কবীর

সামাজিক সচেতনতাই মাদক নির্মূলের মূলমন্ত্র

নিজস্ব সংবাদদাতা, সাতকানিয়া

১৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৭:৪৬ অপরাহ্ণ

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিউল কবীর বলেছেন, মাদক সামাজিক ব্যাধি। সামাজিক সচেতনতায় মাদক নির্মূলের মূলমন্ত্র। এ ব্যাধি সারাতে সমাজের সকল স্তরের লোকের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছেন। বর্তমানে মাদক সমাজের প্রতিটি স্তরে যেভাবে বিস্তার লাভ করেছে, তা আগামীতে মহামারি আকার ধারণ করতে পারে। তাই অভিভাবকদের উচিত তার সন্তানের প্রতি খেয়াল রাখা। আর এলাকায় অপরিচিত লোকের আনাগোনা দেখলে থানায় খবর দিতে হবে।

তিনি আজ শুক্রবার বিকালে সাতকানিয়ার কেঁওচিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড মাইজপাড়ায় মাদক নির্মূলে জনসচেতনতামূলক এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

বাজালিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মাষ্টার আমিনুল হক এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ, সেকেন্ড অফিসার মাসুদ রানা, সাংবাদিক নাজিম মুহাম্মদ, এস.এম রানা, সুকান্ত বিকাশ ধর, মামুন মুহাম্মদ, শহিদুল ইসলাম বাবর ও নাজিম মাহমুদ।

কেরানীহাট প্রগতিশীল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনজুর আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উত্তর সাতকানিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ওসমান আলী, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আবদুচ ছোবহান ও স্থানীয় ইউ.পি সদস্য মো. জকরিয়া। এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

পূর্বকোণ/ এস

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট