চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩৭ নম্বর উত্তর-মধ্যম হালিশহর ওয়ার্ড

টোল প্লাজায় চলন্ত গাড়ি থেকে পণ্য চুরি বেড়েই চলেছে

নিজস্ব প্রতিবেদক

৬ মে, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

নগরীর বন্দর এলাকার পোর্ট কানেক্টিং সড়কের টোল প্লাজায় চলন্ত গাড়ি থেকে পণ্য চুরির ঘটনা বেড়েই চলেছে। এসব চুরির সাথে জড়িত রয়েছে পথ শিশুরা। যার ফলে পুলিশ তাদের সহজে আটক করতে পারছে না। মাঝে মাঝে কিছু শিশুকে আটক করলেও বয়স বিবেচনা করে পরে ছেড়ে দিতে হচ্ছে। এলাকার এক শ্রেণির অসাধু লোক শিশুদের ব্যবহার করে এসব পণ্য চুরির ঘটনা করছে বলে জানান এলাকাবাসী। বারবার গাড়ি থেকে পণ্য চুরি হলেও এ ঘটনায় কেউ মামলা করতে চায় না বলে জানান বন্দর থানা পুলিশ। ফলে মূল অপরাধীরা ধরা পড়ছে না।
এ সম্পর্কে বন্দর থানার ওসি মহিউদ্দিন মাহমুদ দৈনিক পূর্বকোণকে বলেন, বন্দর পোর্ট কানেক্টিং সড়কের টোল প্লাজা ছাড়াও জিইসি, দুই নম্বর গেট, মুরাদপুরসহ আরো কয়েকটি এলাকায় পথ শিশুরা বিভিন্ন পণ্যবাহী গাড়ি থেকে মালামাল চুরি করে নিয়ে যায়। এসব ঘটনায় কয়েকজন শিশুকে আটক করা হলেও তাদের বয়স বিবেচনা করে পরে ছেড়ে দেয়া হয়। শিশুদের পরিবারের কাউকে যে ডাকাবো সেই অবস্থাও নেই। তাদের কারো বাবা-মাকে পাওয়া যায় না। পরে এক প্রকার বাধ্য হয়ে তাদের ছেড়ে দিতে হয়।’
তিনি আরো বলেন, ‘ভুক্তভোগীরা অভিযোগ বা মামলা না করায় প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা যাচ্ছে না। অনেক চালক আমাদের মৌখিকভাবে জানালেও এ পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। এসব ঘটনায় শিশুদের ব্যবহার করে কারা এসব করছে তা আমরা খতিয়ে দেখছি।’
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আদর্শ পাড়া, মুন্সি পাড়া এবং ভেন্ডা চৌধুরীর পাড়ার কিছু চিহ্নিত চোর শিশুদের দিয়ে বিভিন্ন গাড়ি থেকে মালামাল চুরি করায়। চুরির মালামালগুলো তারা পরে বেশি দামে বিক্রি করে। শিশুরা গাড়ি থেকে মালামাল চুরি করে। কিন্তু তারা বেশি টাকা পায় না। তারা নাম মাত্র কিছু টাকা পায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট