চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

বাগীশিক আকবর শাহ্ থানা সংসদের গীতাজয়ন্তী উৎসব

৬ মে, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) আকবর শাহ্ থানা সংসদের গীতাজয়ন্তী উৎসব গত ৩ মে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে নগরীর উত্তর কাট্টলী জয়তারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল পার্থ সারথী পূজা, মঙ্গল শোভাযাত্রা, ধর্মসম্মেলন, সম্মাননা প্রদান, পুরস্কার বিতরণী ও ধর্মীয় সঙ্গীতানুষ্ঠান। বাগীশিক আকবর শাহ্ থানা সংসদের সভাপতি সুজিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন করেন ধর্মতত্ত্ববিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের উপদেষ্টা রঞ্জন দত্ত। আশীর্বাদক ছিলেন প্রকৌশলী তরুণ তপন দত্ত। প্রধান অতিথি ছিলেন বাগীশিক মহানগর সংসদের উপদেষ্টা আশুতোষ সরকার। প্রধান বক্তা ছিলেন বাগীশিক দক্ষিণ জেলা সংসদের প্রধান পৃষ্ঠপোষক অরুন কান্তি মল্লিক। বিশেষ অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. কথক দাশ, নারীনেত্রী অধ্যক্ষ অঞ্জনা রায় চৌধুরী, বাগীশিক মহানগর সংসদের সাবেক যুগ্ম সম্পাদক ডা. দেবাশীষ মজুমদার, সহ-সাধারণ সম্পাদক ডা. অপূর্ব ধর, সংগঠক মৃণাল কান্তি দাশ, বাগীশিক চন্দনাইশ উপজেলা সংসদের সভাপতি সুজন কান্তি মজুমদার, বাগীশিক চকবাজার থানা সংসদের সাবেক সহ-সভাপতি রাজীব দে, সেবাখোলা ও বৈকুণ্ঠধামের সাধারণ সম্পাদক বিপুল পাল, সংগঠক বাপ্পু ভট্টাচার্য্য, কোতোয়ালী থানা সংসদের সভাপতি অনুপম মল্লিক, পাঁচলাইশ থানা সংসদের সভাপতি সুভাষ দাশ, ডবলমুরিং থানা সংসদের সভাপতি অরুন দে, খুলশী থানা সংসদের সভাপতি শিবু দাশ, চান্দগাঁও থানা সংসদের সভাপতি ডা. জীবন চৌধুরী, পাহাড়তলী থানা সংসদের সাধারণ সম্পাদক অজয় বণিক, সংগঠক সুমন মজুমদার। আশীষ দাশ ও পংকজ দাশের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গীতাজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক শুভদীপ চক্রবর্ত্তী, এন্টন দাশ, বিধান সরকার ও জুয়েল দে প্রমুখ। অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করেন বাগীশিক আকবর শাহ্ থানার সংসদের আওতাধীন বিভিন্ন গীতা স্কুলের শিক্ষার্থীবৃন্দ। প্রধান অতিথির আশুতোষ সরকার বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার গুরুত্ব অনস্বীকার্য। আমাদের প্রজন্মকে আলোকিত করতে হলে অভিভাবকদের সচেতন হতে হবে। বিশেষ করে ভালো ও গুণী মায়েরা তাদের সন্তানকে গড়ে তুলতে পারে যোগ্য করে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট