চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

পাহাড়তলীতে মাদকবিরোধী সমাবেশে অতি. পুলিশ সুপার

মাদক ও সন্ত্রাসে জিরো টলারেন্স

৬ মে, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে খোশাল শাহ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী সমাবেশ গতকাল রবিবার বিকেলে আলহাজ মঈনুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও মো. নুরুল আবছার আলমগীরের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার হাটহাজারী সার্কেল আবদুল্লাহ আল মাসুম। তিনি বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ সারাবিশে একটি ভাইরাসের নাম। এই ভাইরাস সমাজের তরুণ প্রজন্মকে ধ্বংস করে দেয়। আমরা প্রশাসনের পক্ষ থেকে মাদক ও সন্ত্রাসীর বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করছি। এলাকায় কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীর তথ্য থাকলে আমাদের জানাবেন।
বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর তৌফিক আহমেদ চৌধুরী, শাহজাহান রশিদ, জিয়া আমানত নয়ন, তানভীর আহমেদ চৌধুরী, হারুনুর রশিদ, অধ্যাপক মো. এমরান ও মোসলেহ উদ্দিন। বক্তব্য রাখেন আবদুল মালেক, শফিউল আলম বাবুল, আজম খান, আবু বক্কর, মো. বেলাল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট